অজিদের হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল যুবারা 

  • আপন তারিক
  • ১২:২২ পিএম | ১৮ জানুয়ারি, ২০২৪

দক্ষিণ আফ্রিকার মাটিতে আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসর। যার অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ শেষ হয় বুধবার। আনুষ্ঠানিক এই প্রস্তুতি পর্বের শুরুটা হতাশার হলেও শেষটা জয় দিয়েই রাঙিয়ে রাখল বাংলাদেশের যুবারা। 

প্রথম প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১১২ রানে হারে শিবলি-রাব্বিরা। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াল তারা। তাও আবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়ন দলটিকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এতে শেষটা ভালো রেখেই আসরের মূল পর্বে এগোবে মাহফুজুর রহমান রাব্বির দল। 

মূল পর্বে প্রথম ম্যাচটি আগামী ২০ জানুয়ারি, বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। ২০২০ সালে তাদের হারিয়েই যুব বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপা জেতে ভারত। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগে টসে হেরে আগে ফিল্ডিং পায় শিবলি-রাব্বিরা। সেখানে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো আনলেও পেসার রাহাতউদ্দৌল্লা বর্ষণের হ্যাটট্রিকসহ চার উইকেটের জবাবে ৩৭ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে অজিরা। সর্বোচ্চ ৪৬ রান করেন হারজাস সিং। 

এদিকে মধ্যম মানের এই লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেলেও বেশিক্ষণ টিকতে পারেননি শিবলি-জিশানরা। তবে থিতু হন মোহাম্মদ রিজওয়ান। তার অপরাজিত ৫৯ বলে ৫৩ রানের ভরে ৫ উইকেট ও ১০৭ রান বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা

খেলার দুনিয়া | ফলো করুন :