হেডের পর হ্যাজলউড, অ্যাডিলেডে সহজ জয়ের পথে অজিরা 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০২:১৪ পিএম | ১৮ জানুয়ারি, ২০২৪

 

অ্যাডিলেড টেস্টে ইংনিস হার এড়ানোই যেন দুরূহ হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের। দ্বিতীয় দিনে অভিষিক্ত শামার জোসেফের পেস তোপে অজিরা রেহাই পেয়েছে হেডের সেঞ্চুরিতে। সেখানে ৯৫ রানের লিড পায় প্যাট কামিন্সের দল। তবে সেই রান টপকাতেই যেন হিমশিম খেতে হচ্ছে ক্যারিবীয়দের। 

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও জশ হ্যাজলউড পেসে কুপোকাত সফরকারীরা। এতে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে স্রেফ ৭৩ রান তুলেছে তারা। ইনিংস হার এড়াতে তাই এখনো দলটির প্রয়োজন ২২ রান। 

২ উইকেটে ৫৯ রানে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে অজিরা। আগের দিন ২ উইকেট তুলে দ্বিতীয় দিনের শুরুর উইকেটও তুলে নেন অভিষিক্ত শামার জোসেফ। পরে আরও দুটি উইকেট নিয়ে লাল বলের ক্রিকেটে নিজের অভিষেকের দিনেই ফাইফার পান এই ডানহাতি পেসার। ওয়ানডে মেজাজে খেলতে থাকা ১৩৪ বলে ১১৯ রান করা হেডকেও থামিয়েছেন এই তরুণ। এছাড়া উসমান খাজা করেন ৪৫ রান। 

এর আগে অ্যাডিলেডের টেস্টের প্রথম দিনে চা বিরতির পরেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। দলীয় ১৩৩ রানের মাথায় নবম উইকেটের পতন ঘটলে ব্যাট হাতে মাঠে নামেন অভিষিক্ত শামার। এবং ৪১ বলে তার ৩৬ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ১৮৮ রানের সংগ্রহ পায় সফরকারীরা। 

সেখানে সর্বোচ্চ ৫০ রান করেছেন কির্ক ম্যাকেঞ্জি। শামার ছাড়া অভিষিক্ত বাকি দুইজন হলেন দুই অলরাউন্ডার কাভেম হজ, জাস্টিন গ্রিভস। অজিদের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন দুই পেসার জশ হ্যাজলউড ও অধিনায়ক প্যাট কামিন্স।

খেলার দুনিয়া | ফলো করুন :