শিরোপা নয়, আপাতত প্লে অফের ভাবনা চট্টগ্রামের
গেল বারের আসরটা মোটেও ভালো কাটেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিপিএল শেষ করেছিল দলটি। তবে এবার সে বাজে সময়টা পেছনে ফেলতে পারবে দল, আশাবাদ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। অধিনায়ক শুভাগত হোম জানালেন, তার দল হয়তো শুরুতেই শিরোপার কথা ভাবছে না, কিন্তু প্লে অফের ভাবনা মাথায় গেঁথে নিয়েছে টুর্নামেন্ট শুরুর আগেই।
আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর শুরু। শুরুর দিনেই মাঠে নেমে যেতে হচ্ছে চ্যালেঞ্জার্সকে। তাদের প্রতিপক্ষ গেল বারের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স।
এই ম্যাচটাকে বেশ গুরুত্ব দিয়েই দেখছেন শুভাগত। আজ সংবাদ মাধ্যমকে জানালেন, তার দল প্রস্তুতিটাও সেরেছে ভালোভাবে। এবার অপেক্ষাটা একটা ভালো শুরুর।
তার কথা, ‘একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ম্যাচটা নিয়ে বেশ ফোকাসড আছি সবাই। অনুশীলনটা ভালোভাবে সারার চেষ্টা করছি। ব্যক্তিগত প্রস্তুতিটাও যে যেমন নেওয়ার সে তেমন নিচ্ছে। প্রথম ম্যাচটা আমরা জেতার জন্যই যাব। প্রথম ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারলে টুর্নামেন্টটাও ভালো যাবে।’
চট্টগ্রাম এবার অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে তাকে। তবে তিনি এই অধিনায়কত্বকে বাড়তি চাপ হিসেবে দেখছেন না মোটেও। শুভাগতর কথা, ‘চাপ হিসেবে দেখছি না। এর আগেও এনসিএল, বিসিএল সব টুর্নামেন্টে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আমার আছে।’
তবে এ অভিজ্ঞতা কাজে লাগাতে সবার সমান অবদান চান শুভাগত। বলেন, ‘আমি আমার অভিজ্ঞতাটা যেন কাজে লাগাতে পারি, আমাদের দলে যে খেলোয়াড়রা আছে, তাদের সবাই খুবই প্রতিভাবান খেলোয়াড়; তামিম, দীপু, শহিদুল, আলামিনদের মতো তরুণ খেলোয়াড় আছে; সব মিলিয়ে আমার খুব একটা সমস্যা হবে না। সবাই খুবই হেল্পফুল, সবাই সবার ভূমিকাটা জানে, সবাই সবার ভূমিকাটা পালন করতে পারলে আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে।’
গেল বার বোলিং নিয়ে ভুগেছে দলটি। এবার নিজেদের বোলিং বিভাগ নিয়ে বেশ আশাবাদী শুভাগত। বললেন, ‘আমরা গেল বার ডেথ ওভারে পেস বোলিংয়ে বেশ স্ট্রাগল করেছি। তো এবার সেভাবে আমরা গোছানোর চেষ্টা করেছি, এবং আমরা ভালো পেস বোলার পেয়েছি, স্পিনারও আছে। তো সে বিষয়টা হয়তো এবার আমরা রিকভার করতে পারব।’
গত বিপিএলে দেখা মিলেছিল স্পোর্টিং পিচের। তেমন উইকেট এবারও থাকলে ১৭০ এর আশেপাশে রান পেলেই লড়াকু পুঁজি হয়ে যাবে, বিশ্বাস শুভাগতর। তার কথা, ‘এটা আসলে এখনই বলা যাচ্ছে না। শেষ বছর এখানে অনেক রান উঠেছে। তেমন যদি উইকেট হয়, তাহলে ১৬০-১৭০ এর মতো রান বেশ লড়াকু পুঁজি হবে।’
বিপিএলের শুরু থেকেই শিরোপার কথা বলে দলের ওপর চাপ নিয়ে আসতে চাইলেন না শুভাগত। জানালেন, আপাতত তার লক্ষ্য প্লে অফের টিকিটই। তার ভাষ্য, ‘এ বছর আমাদের যে দল হয়েছে, যে খেলোয়াড় আছে, তাতে সবাই আত্মবিশ্বাসী যে আমাদের প্রথম লক্ষ্য প্লে অফ, আমরা সে লক্ষ্যের দিকেই মনোযোগটা দিচ্ছি। আশা করছি আমরা প্লে অফ খেলতে পারব।’