চোখের চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাকিব

চোখের চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাকিব

হোম অফ ক্রিকেট এখন ব্যস্ত বিপিএলের শেষ সময়ের অন্তিম অ্যাডজাস্টমেন্টে। কালই যে উঠছে দশম বিপিএলের পর্দা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা আর রানার্স আপ সিলেট মাঠে নামছে কালই। 

আরেক ফেভারিট রংপুর রাইডার্স মাঠে নামবে দ্বিতীয় দিনে। তবে দলটির সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান এই ম্যাচে থাকবেন কি না এ নিয়ে সৃষ্টি হয়েছিল প্রশ্ন। চোখের সমস্যা নিয়ে তিনি যে গিয়েছিলেন লন্ডনে, চিকিৎসা করাতে!

যদিও ফ্র্যাঞ্চাইজিটির সিইও ইশতিয়াক সাদিক জানিয়েছিলেন, সাকিব থাকবেন প্রথম ম্যাচ থেকেই, তবু একটা শঙ্কা থেকে গিয়েইছিল। সাকিব যে দেশে ছিলেন না ম্যাচের এক দিন আগেও! তবে সে শঙ্কাটা কাটল বলে। সাকিব আজই ফিরে এসেছেন দেশে।

রংপুর রাইডার্সের টিম ম্যানেজার আহসান উর রহমান মল্লিক রনি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিষয়টি। আজ বৃহস্পতিবার ১৮ই জানুয়ারি দেশে ফিরেছেন তিনি। সন্ধ্যা নাগাদ তিনি ঢাকায় পা রেখেছেন। সঙ্গে সঙ্গে তিনি চলে গেছেন নিজের বাসায়।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব রাতের মধ্যে অবশ্য যোগ দেবেন রংপুর রাইডার্সের সঙ্গে। টিম হোটেলে উঠবেন আজই। 

টিম হোটেলে উঠে গেলে দলের সঙ্গে অনুশীলন নিয়েও রইল না কোনো সমস্যা। কালই শেষ মুহূর্তের অনুশীলনে নামবেন বলে জানা গেছে। 

মূলত চোখের সমস্যাটা সাকিবের হয়েছে চাপের কারণে। বিশ্বকাপের সময় প্রথমবারের মতো এই সমস্যায় পড়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর বিশ্বকাপ শেষে নির্বাচনের আগে জানিয়েছিলেন, চাপ নেই বলে সমস্যাটাও নেই। তবে বিপিএলের অনুশীলনে নেমে আবারও সেই সমস্যায় পড়েন সাকিব। যে কারণে তাকে ছুটতে হয়েছে লন্ডনে। 

সম্পর্কিত খবর