পর্দা উঠছে বিপিএলের দশম আসরের

পর্দা উঠছে বিপিএলের দশম আসরের

অবশেষ ফুরালো সেই ক্ষণ। আজ (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং দুর্দান্ত ঢাকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসরটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এছাড়াও দিনের আরেক ম্যাচ মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচটি। 

সাত দলের দেড় মাসব্যাপী এই আসরের গ্রুপপর্ব হবে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অর্থাৎ, প্রত্যেক দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম ঘুরে আসর শেষ আগামী ১ মার্চ ফাইনাল দিয়ে। 

লিগ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ। প্রথম ম্যাচ শুরু দুপুর দেড়টায় ও দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ছয়টায়। শুক্রবার প্রথম ম্যাচ দুইটায় ও দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। উদ্বোধনী দিনে শুক্রবার হলেও খেলা শুরু হবে দুপুর আড়াইটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।

২০১২ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট এখন পর্যন্ত সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। গেল আসরসহ এখন পর্যন্ত সাতবার অংশ নিয়ে চারটিতেই শিরোপা জিতেছে দলটি। দুইবার ফ্রাঞ্চাইজি বদলে ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং ঢাকা ডাইনামাইটস মিলে ঢাকার দলটি শিরোপা ঘরে তুলেছে তিনবার। 

সম্পর্কিত খবর