অ্যাডিলেড টেস্টে অজিদের ১০ উইকেটের জয়
তৃতীয় দিনের প্রথম সেশনেই শেষ অ্যাডিলেড টেস্ট। যদিও এই জয় দ্বিতীয় দিনেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসে উইন্ডিজদের ১৮৮ রানের বিপরীতে ২৮৩ রান তোলে অজিরা। এতে ৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে স্রেফ ৭৩ রান তোলে সফরকারীরা। তৃতীয় দিনের খেলায় সেই সংগ্রহ শেষ পর্যন্ত গড়ায় ১২০ রানে। এতে ২৬ রানের নামমাত্র লক্ষ্য পায় প্যাট কামিন্সের দল, যেটি তারা টপকে যায় ১০ উইকেট হাতে রেখেই।
এই জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। আগামী ২৫ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে ব্রিসবেনে।
এর আগে টেস্টের প্রথম দিনে চা বিরতির পরেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। দলীয় ১৩৩ রানের মাথায় নবম উইকেটের পতন ঘটলে ব্যাট হাতে মাঠে নামেন অভিষিক্ত শামার। এবং ৪১ বলে তার ৩৬ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ১৮৮ রানের সংগ্রহ পায় সফরকারীরা। সেখানে সর্বোচ্চ ৫০ রান করেন কির্ক ম্যাকেঞ্জি। অজিদের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন দুই পেসার জশ হ্যাজলউড ও অধিনায়ক প্যাট কামিন্স।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অভিষিক্ত শামারের পেস তোপে শুরু থেকেই বেশ চাপে থাকে অজিরা। তবে মান বাঁচে ট্রাভিস হেডের ব্যাটে। এই বাঁহাতি ব্যাটারের করা ১৩৪ বলে ১১৯ রানের ভরে শেষ পর্যন্ত ২৮৩ রান থামে প্যাট কামিন্সের দল। এছাড়া উসমান খাজা করেন ৪৫ রান। হেডের উইকেটসহ লাল বলের ক্রিকেটে নিজের প্রথম ইনিংসেই ফাইফার তুলে নেন শামার। এতে কেবল ২০ ওভার বল করতে হয়েছে ডানহাতি এই পেসারকে।
দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে পিছিয়ে থাকা উইন্ডিজ ব্যাটাররা শুরু থেকেই মাতেন যাওয়া-আসার মধ্যে। দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৭৩ রান তোলার পর তৃতীয় দিনে সেটি পৌঁছে স্রেফ ১২০ রানে। অজিদের হয়ে এ ইনিংসে দারুণ বোলিং করেন জশ হ্যাজলউড। তুলে নেন ফাইফার। এতে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট পান এই ডানহাতি পেসার।
শেষে ২৬ রানের নামমাত্র লক্ষ্য ৬ ওভার ৪ বলে বিনা উইকেটেই তুলে নেয় অজিরা। ব্যাট হাতে আগের ইনিংসে নৈপুণ্য দেখানো হেড পান ম্যাচসেরার খেতাব।