জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে সিরিজ শ্রীলঙ্কার

জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে সিরিজ শ্রীলঙ্কার

ইতিহাস গড়া হলো না জিম্বাবুয়ের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারের নাটকীয় জয়ে প্রথমবারের মতো এই ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে জয় পায় আফ্রিকান দলটি। এতে তাদের সামনে সুযোগ ছিল প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের। এমনকি র‍্যাঙ্কিংয়ের সেরা আট দলের বিপক্ষেও এটা হতো সিকান্দার রাজাদের প্রথম সিরিজ জয়। তবে সেখানে বাড়ল অপেক্ষা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটে-বলে স্বাগতিকদের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে। ৯ উইকেটের বড় জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় কুশল মেন্ডিসের দল।

প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। সেখানে আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় বলেই অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে সাজঘরে ফেরেন ক্রেইগ আরভিন। সেখানে থেকে চাপ সামলে উঠার আগেই ফের চাপে পড়ে দলটি। এবং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্রেফ ৮২ রানেই গুটিয়ে যায় সিকান্দার রাজার দল। সর্বোচ্চ ২৯ রান করেন তিনে নামা ব্রিয়ান বেনেট। 

বল হাতে এদিনও দারুণ ছন্দে ছিলেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারে ১৫ রান খরচে নেন গুরুত্বপূর্ণ ৪ উইকেট। এতে শেষে জেতেন ম্যাচসেরার খেতাবও। 

মামুলি এই লক্ষ্য অনায়াসেই ছাপিয়ে যায় লঙ্কানরা। সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত থাকেন ওপেনার পাতুন নিশাঙ্কা। আরেক ওপেনার কুশল মেন্ডিস করেন ৩৩ রান। এতে ৯ উইকেট ও ৫৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। 

সিরিজজুড়ে ১১২ রান ও ২ উইকেট নিয়ে স্বল্প ফরম্যাটের খেলার দীর্ঘদিন পর ফিরেই সিরিজসেরা হন ম্যাথিউস। 

সম্পর্কিত খবর