পর্দা উঠছে যুব বিশ্বকাপেরও, বাংলাদেশের ম্যাচ কবে?
সিনিয়র দলের আপাতত এফটিপিতে (ফিউচার ট্যুর প্রোগ্রামস) খেলা নেই। এতেই সূচি পেয়েছে বিপিএল। আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টটির দশম আসর। এতে এফটিপির ম্যাচ না থাকলেও আগামী দেড় মাস সিনিয়র দলের প্রায় সবাই মাঠের খেলায় থাকছেন ব্যস্ত।
এদিকে ব্যস্ত জুনিয়ররাও। বিপিএলের দিনেই শুরু হচ্ছে যুব বিশ্বকাপের ২০২৪ আসর। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ সময় দুপুর ২টায় আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে যুব বিশ্বকাপের ১৫তম আসর।
সেখানে বাংলাদেশ মাঠে নামছে আকদিন বাদেই। আগামীকাল (শনিবার) যুবাদের ম্যাচ ভারতের বিপক্ষে। ব্লুমফন্টেইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
চারটি গ্রুপে মোট চারটি করে দল রেখে ১৬টি দল নিয়ে বসতে যাচ্ছে ৪১ ম্যাচের এই মেগা আসর। গ্রুপ ‘এ’-তে আছে বাংলাদেশ। সেখানে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ছাড়াও শিবলি-রাব্বিদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশের যুবাদের পরের ম্যাচ ২২ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে। এবং একই মাঠে ২৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২০২০ আসরের বিশ্বচ্যাম্পিয়নদের।