বাউন্সারে চোয়ালে ফাটল, খাজাকে নিয়ে শঙ্কা

বাউন্সারে চোয়ালে ফাটল, খাজাকে নিয়ে শঙ্কা

লক্ষ্যটা সহজ। মাত্র ২৬ রান করলেই অ্যাডিলেট টেস্টে জয় মিলবে স্বাগতিক অস্ট্রেলিয়ার। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া এমন লক্ষ্যে তাড়াহুড়ো করেনি অজিদের দুই ওপেনার উসমান খাজা ও স্টিভেন স্মিথ। ম্যাচে সমতা টেনে ফেলেছিল অজিরা। মাত্র ১ রান করলেই মিলবে জয়। এমন সময় শামার জোসেফের লাফিয়ে উঠা বলটায় তালগোল পাকিয়ে ফেললেন অভিজ্ঞ খাজা।

নিচু হয়ে বলটা ছেড়ে দেওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত পারলেন না। বল গিয়ে সরাসরি আঘাত হানল তার চোয়ালে। বাস! তড়িঘড়ি করে মাঠে আসতে হলো চিকিৎসককে। কিন্তু কাজ হলো না তাতে। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হলো আহত খাজাকে। পরে সেখান থেকে হাসপাতালে পাঠিয়ে স্ক্যান করানো হলো, তাতে জানা যায় চোয়াল ফেটে গেছে খাজার। যদিও আশার কথা চোয়ালের কাঠামোগত কোনো ক্ষতি হয়নি খাজার।

অ্যাডিলেড টেস্টে অজিদের ১০ উইকেটে পাওয়া এই জয়ের ম্যাচে নিশ্চিতভাবেই দুঃসংবাদ হয়ে এসেছে খাজার চোট। শঙ্কায় ফেলে দিয়েছে আগামী ২৫ জানুয়ারি ব্রিসবেন টেস্টে তার মাঠে নামা। তবে আগামী শনিবার খাজাকে আরেকটি টেস্ট করানো হবে। সেখানে ব্যর্থ হলে আগামী ৫-৮ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। আর সেটি হলে নিশ্চিতভাবেই এই সিরিজে আর খাজাকে পাচ্ছে না অজিরা।

অবশ্য খাজাকে নিয়ে ভয়ের কিছু দেখছেন না অজি অধিনায়ক প্যাট কামিন্স। বলেন, ‘তিনি ঠিক আছে বলেই মনে হচ্ছে। এটা চোয়ালে ব্যথা কাজেই আমরা তাকে পর্যবেক্ষণ করব কিন্তু দেখে মনে হচ্ছে সে ঠিক আছে।’

সম্পর্কিত খবর