নিউজিল্যান্ডের চারে চার, হোয়াইটওয়াশের শঙ্কায় পাকিস্তান

নিউজিল্যান্ডের চারে চার, হোয়াইটওয়াশের শঙ্কায় পাকিস্তান

কদিন আগেই তাসমান সাগর ঘেঁষা অস্ট্রেলিয়ায় টেস্টে হোয়াইটওয়াশের শিকার হয়েছে পাকিস্তান। এবার তাসমান পারের আরেক দেশ নিউজিল্যান্ডেও হোয়াইটওয়াশের শঙ্কায় দলটি। ফরম্যাট কিংবা অধিনায়ক বদলালেও ভাগ্যে বদল আসেনি দলটির। কিউইদের বিপক্ষে টানা চতুর্থ হার দেখেছে শাহিন আফ্রিদির দল। পাকিস্তানের ১৫৯ রানের লক্ষ্য ১১ বল ও ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে কিউইরা।

ক্রাইস্টচার্চে এদিন অবশ্য শুরুটা খারাপ হয়নি পাকিস্তানের। শুরুতেই ওপেনার সাইম আইয়ুব ফিরলেও দলের হয়ে শেষ পর্যন্ত ব্যাট করেছেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তবে বাকি ব্যাটারদের থেকে সে অর্থে সমর্থন পাননি। শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি কেউ। শেষ দিকে অবশ্য রিজওয়ানকে ব্যাট হাতে দারুণ সঙ্গ দিয়েছেন মোহাম্মদ নাওয়াজ। তার ৯ বলে ২১ রান ও রিজওয়ানের ৬৩ বলে ৯০ রানের ইনিংসে ৫ উইকেট খরচায় ১৫৮ রান তুলে পাকিস্তান।

এদিন অবশ্য মাঠে ছিলেন না কিউইদের নিয়মিত ওপেনার ডেভন কনওয়ে। করোনার কারণে মাঠে নামেননি তিনি। কিউইদের শুরুটাও হয়নি ভালো। পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদির তোপে ২০ রানেই ৩ উইকেট হারিয়ে তখন ধুঁকছে স্বাগতিকরা। টানা তিন ম্যাচ হারের পর জয়ের স্বপ্ন বুনছে পাকিস্তান।

যদিও ব্যাট হাতে উইকেটে নেমে তাদের সেই স্বপ্ন ভেঙে দেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। এরপর উইকেটে আর কোনো আঘাত আসতে দেননি দু’জনে। চতুর্থ উইকেটে জুটিতে দুজনে মিলে জমা করেন ১৩৯ রান। তাতে ১১ বল হাতে রেখেই সহজ পায় পায় কিউইরা। যেখানে ৪৪ বলে ৭২ রান আসে মিচেলের ব্যাট থেকে। অন্যপ্রান্তের ফিলিপস ৫২ বলে করেন ৭০ রান।

এ জয়ে টানা চতুর্থ জয় পেল নিউজিল্যান্ড। অন্যদিকে এ হারে শঙ্কায় পড়ে গেছে পাকিস্তানের হোয়াইটওয়াশ এড়ানো। সেই শঙ্কা এড়াতেই আগামী ২১ জানুয়ারি ফের কিউইদের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

সম্পর্কিত খবর