যত হ্যাটট্রিক বিপিএলে
এবারের বিপিএলে প্রথম হ্যাটট্রিকের দেখা মিলে গেল প্রথম ম্যাচেই। দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংসের শেষ ওভারে দেখালেন চমক। শেষ তিন বলে তুলে নিলেন তিন তিনটি উইকেট। তাতেই বিপিএল ইতিহাসের সপ্তম বোলার হিসেবে গড়ে ফেললেন তিন বলে তিন উইকেট তুলে নেওয়ার অসামান্য কীর্তি।
ইমরুল কায়েস আর তাওহিদ হৃদয়ের শতরানের জুটির ভিতের ওপর দাঁড়িয়ে কুমিল্লা তখন এগোচ্ছিল বড় রানের দিকে। শেষ ওভারে দুটো ছক্কা হাঁকিয়ে খুশদিল শাহ সম্ভাবনা জাগিয়েছিলেন দেড়শ ছাড়ানো স্কোরেরও।
তখনই দৃশ্যপটে শরিফুলের আগমন। ইনিংসের শেষ ওভারের চতুর্থ, পঞ্চম ও ৬ষ্ঠ বলে খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাইদুল ইসলাম অঙ্কনকে আউট করেন তিনি। বনে যান বিপিএল ইতিহাসের সপ্তম হ্যাটট্রিকম্যান।
বিপিএলে এ মাইলফলকটা প্রথম ছুঁয়েছিলেন পাকিস্তানের মোহাম্মদ সামি। ২০১২ বিপিএলের ১৪তম ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন দুরন্ত রাজশাহীর এই বোলার। বাংলাদেশিদের ভেতর এই কীর্তি প্রথম ছুঁয়েছিলেন আল আমিন হোসেন। ২০১৫ বিপিএলে ঢাকা ডাইনামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে করে বসেন হ্যাটট্রিক। আজকের ম্যাচের আগ পর্যন্ত সব মিলিয়ে তিন বাংলাদেশি হ্যাটট্রিকম্যান পেয়েছে বিপিএল, আল আমিনের পর আলিস আল ইসলাম আর মৃত্যুঞ্জয় চৌধুরী। শরিফুল এ তালিকার নতুন সংযোজন।
শরিফুলের হ্যাটট্রিকের পর বিপিএলে সবচেয়ে বেশি হ্যাটট্রিকও স্বাভাবিকভাবেই বাংলাদেশের। এ তালিকায় দুইয়ে আছে পাকিস্তান, তাদের দুজন হ্যাটট্রিকম্যান দেখেছে বিপিএল, মোহাম্মদ সামির পর ২০১৯ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলা ওয়াহাব রিয়াজ গড়েন এই কীর্তি। এ ছাড়া উইন্ডিজের আছে একজন, ২০১৯ বিপিএলে ঢাকা ডাইনামাইটসে খেলা আন্দ্রে রাসেল গড়েন এ কীর্তি।
বিপিএলে যত হ্যাটট্রিক
১/ মোহাম্মদ সামি (দুরন্ত রাজশাহী) - প্রতিপক্ষ ঢাকা গ্ল্যাডিয়েটরস (২০১২)
২/ আলআমিন হোসেন (বরিশাল বুলস) - প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
৩/ আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
৪/ ওয়াহাব রিয়াজ (কুমিল্লা ভিক্টোরিয়ানস) - প্রতিপক্ষ খুলনা টাইটানস (২০১৯)
৫/ আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ চিটাগং ভাইকিং (২০১৯)
৬/ মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)
৭/ শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) - প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)