পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের পদত্যাগ

পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের পদত্যাগ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পরিচালনার দায়িত্বে থাকা ইন্টেরিম ম্যানেজমেন্ট কমিটি (আইএমসি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ। শুক্রবার (১৯ জানুয়ারি) লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমীতে কমিটির চতুর্থ সভায় এই ঘোষণা দেন তিনি।

ইএসপিএনক্রিকইনফো জানায়, আগামী ফেব্রুয়ারিতে আইএমসির চেয়ারম্যান পদে জাকা আশরাফের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তাই সপ্তাহ দুয়েক আগে তার মেয়াদ বাড়ানো হয়েছিল। আশরাফের পদত্যাগের ফলে তার স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো পিসিবির তরফ থেকে জানানো হয়নি।

গত নভেম্বরে পিসিবির প্রধান পদে জাকা আশরাফের মেয়াদ তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নেন পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং বোর্ডের পৃষ্ঠপোষক আনোয়ার উল হক কাকার। গত জুলাইতে জাকা আশরাফের নেতৃত্বে ১০ সদস্যের আইএমসি গঠন করা হয়, যাতে তারা বোর্ড অব গভর্নর ঠিক করে চার মাসের মধ্যে নির্বাচন করে নির্বাচিত বোর্ড চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দিতে পারেন।

কিন্তু চার মাসের বেঁধে দেয়া সময়ে নির্বাচন আয়োজনে ব্যর্থ হয় কমিটি। পরবর্তীতে নির্বাচন আয়োজনের জন্য এই কমিটির মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়। কিন্তু জাকা আশরাফের পদত্যাগের কারণে এখন দ্বিতীয় মেয়াদেও এই কমিটি নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

পিসিবি প্রধান সবসময়ই আলোচনার কেন্দ্রে ছিলেন জাকা আশরাফ। তাকে নিয়ে বিতর্কও হয়েছে অনেক। যে আইএমসির নেতৃত্ব দিতেন আশরাফ, সে কমিটিরই একজন সদস্য তার বিরুদ্ধে ‘ঘোর অপকর্ম এবং অসাংবিধানিক সিদ্ধান্ত’ নেয়ার অভিযোগ এনেছেন।

সম্পর্কিত খবর