টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু হয়েছে আজ। শুরুতেই অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির দল মুখোমুখি ভারতের, যারা আবার প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন। শেষ দুই আসরের চ্যাম্পিয়নদের এই লড়াইয়ে টস ভাগ্যটা সঙ্গে পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক মাহফুজুর রহমান নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত বরাবরই বেশ কঠিন প্রতিপক্ষ। প্রতিযোগিতায় বর্তমান চ্যাম্পিয়ন তারা। সবচেয়ে বেশি বারের চ্যাম্পিয়নও তারাই। ৫ বারের চ্যাম্পিয়নরা এবার আছে হেক্সা জয়ের মিশনে।

এই দলের বিপক্ষেই বাংলাদেশ নেমেছে প্রথম ম্যাচ খেলতে। এই ভারতের বিপক্ষে সাম্প্রতিক পারফর্ম্যান্সটা অবশ্য বেশ ভালো বাংলাদেশের। সবশেষ এশিয়া কাপেও ভারতকে হারিয়ে ফাইনালে গিয়েছিল বাংলাদেশ, এরপর জেতে শিরোপাও। দুই দলের লড়াইটা তাই সমানে সমান হওয়ারই সম্ভাবনা জাগিয়েছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের মুখোমুখি হয়ে বাংলাদেশ টস ভাগ্যটা সঙ্গে পেয়েছে। অধিনায়ক মাহফুজুর জানিয়েছেন, 'উইকেটের যা ধরন, তাতে আমাদের বোলিংয়ের বেশ সাহায্য পাওয়ার কথা।' তাই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। 

দল:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ (প্লেয়িং ইলেভেন): আশিকুর রহমান শিবলী (ডাব্লু), জিশান আলম, চৌধুরী মোঃ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাবি (ক), শেখ পাভেজ জীবন, মোঃ ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রোহানাত দৌল্লা বরসন
ভারত অনূর্ধ্ব 19 (প্লেয়িং ইলেভেন): আদর্শ সিং, আরশিন কুলকার্নি, মুশির খান, উদয় সাহারান (সি), শচীন ধস, প্রিয়াংশু মোলিয়া, অ্যারাভেলি অবনীশ (ডব্লিউ), মুরুগান অভিষেক, সৌমি পান্ডে, রাজ লিম্বানি, নমন তিওয়ারি

সম্পর্কিত খবর