৩ রানেই নেই যুবাদের ৩ উইকেট
লক্ষ্যটা ২৫১ রানের। চ্যালেঞ্জিং এই লক্ষ্য তাড়ায় শুরুটাও ছিল বেশ ছন্দের। তবে হঠাতই বইলো উল্টো হাওয়া। ৩ রানেই সাজঘরে ফিরল শুরু তিন ব্যাটার। প্রথম উইকেটটা ৩৮ রানের মাথায়, এরপর ৩৯ এবং ৪১ রানের মাথায় তৃতীয়টি। এতে শুরুটা আশাজাগানিয়া হলেও পাওয়ারপ্লে শেষে চাপে বাংলাদেশের যুবারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভার শেষে ৩ উইকেটে ৪২ রান তুলেছে মাহফুজুর রহমান রাব্বির দল। জয়ের জন্য ৩৯ ওভারে এখনো দরকার ২১০ রান।
এর আগে টসে জিতে আগে বোলিংয়ে নেমে ৩১ রানের শুরুর দুই ব্যাটারকে সাজঘরে ফেরেন পেসার মারুফ মৃধা। পরে আরও তিনটি উইকেটের ভরে আসরে নিজেদের প্রথম ম্যাচেই ফাইফার পান এই বাঁহাতি পেসার। এতে ৮ ওভারে খরচ করেছেন ৪৩ রান।
শুরুতেও চাপে পড়লেও আদর্শ সিংয়ের ৭৬ এবং অধিনায়ক উদয় সাহারানের করা ৬৪ রানে ভালো অবস্থানে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত দলের সংগ্রহ থামে ২৫১ রানে।
এদিকে বাংলাদেশের হয়ে বর্তমানে ২২ গজে চাপ সামলাতে লড়ছেন আরিফুল ইসলাম ও আহরার আমিন।