ইনিংসের মাঝপথে বিপাকে চট্টগ্রাম

ইনিংসের মাঝপথে বিপাকে চট্টগ্রাম

আগের ম্যাচেই গেল বারের ফাইনালিস্ট সিলেটকে দারুণভাবে হারিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে তার পর দিন খুলনা টাইগার্সের মুখোমুখি হয়ে শুরুটা ভালো হলো না তাদের। ইনিংসের মাঝপথ না যেতেই বিপাকে পড়ে গেছে শুভাগত হোমের দল। ৬ উইকেট খুইয়ে তুলেছে ৬৬ রান।

এর আগ পর্যন্ত তিন ম্যাচেই টস জিতে দলগুলো নিয়েছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। চতুর্থ ম্যাচে খুলনা অধিনায়ক এনামুল হক বিজয় জিতলেন টসে, তিনিও নিলেন অনুমিত সিদ্ধান্তটাই, ব্যাট করতে পাঠালেন চট্টগ্রামকে।

ব্যাট করতে নেমে চট্টগ্রাম আগের ম্যাচের ছন্দটা এদিন টেনে আনতে পারেনি মোটেও। শীর্ষ চার ব্যাটারের তিন জনই এক অঙ্কে বিদায় নিয়েছেন। তানজিদ তামিম যাও ছন্দে ফেরার সম্ভাবনা দেখাচ্ছিলেন, তিনিও বিদায় নেন ১৩ বলে ১৯ রান করে। 

আগের ম্যাচে ফিফটি করা নাজিবউল্লাহ জাদরান এদিনও দলকে আশা দেখাচ্ছিলেন। তবে তিনিও ফেরেন ২৪ রান করে। তার আগে শাহাদাত হোসেন দীপু আর অধিনায়ক শুভাগত হোমও ফেরেন দলকে অকূল পাথারে ফেলে। 

৬৬ রান তুলতেই ৬ উইকেট খুইয়ে বসে চট্টগ্রাম। ফলে তাদের টানা দুই ম্যাচে জেতার সম্ভাবনাটাকে আপাতত বেশ ক্ষীণই মনে হচ্ছে।

সম্পর্কিত খবর