ধর্মশালার মতো আউটফিল্ড কোনো টুর্নামেন্টের শুরুতে দেখেননি হেরাথ

ধর্মশালার মতো আউটফিল্ড কোনো টুর্নামেন্টের শুরুতে দেখেননি হেরাথ

ধর্মশালার মাঠের আশপাশের সৌন্দর্য নিয়ে যত মুগ্ধতা, ঠিক তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে মাঠের ভেতরের পরিবেশ নিয়ে। আউটফিল্ডের অবস্থা এতটাই খারাপ যে আজ ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে বেশির ভাগ প্রশ্ন করা হলো এ বিষয়ে। এমনকি ফিল্ডারদের বাড়তি কোনো সতর্কবার্তা দেবেন কি না, তা-ও জানতে চাওয়া হয়েছে তাঁর কাছ থেকে।

আউটফিল্ড নিয়ে সরাসরি উত্তর না দিলেও বলটা আইসিসির কোর্টেই ঠেলেছেন হেরাথ। তবে কোনো টুর্নামেন্টের শুরুতে এমন আউটফিল্ড কখনো দেখেননি বলেও জানিয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ।

মাঠটির আউটফিল্ড বেশ বালুময়, নরম। স্বাভাবিকভাবেই ফিল্ডিংয়ের জন্য বেশ ঝুঁকিপূর্ণ সেটি। শনিবার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে দুই দলের ফিল্ডাররাই যার ভুক্তভোগী। আউটফিল্ডের কারণে ফিল্ডাররা চোটের ঝুঁকিতে থাকবেন বলে আগেই সতর্ক করে দিয়েছেন আফগানিস্তানের ইংলিশ কোচ জোনাথন ট্রটও। আউটফিল্ড নিয়ে বিরক্তির কথা বলেছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও।

সম্পর্কিত খবর