সাকিবের সঙ্গে কথা হয়নি, জানালেন তামিম

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৮:০৩ পিএম | ২০ জানুয়ারি, ২০২৪

একসময় ছিলেন হরিহর আত্মা। সাক্ষাৎকার হোক, বা ভিডিওবার্তা কোনো কিছুতেই একজন আরেকজনকে বন্ধু বলে পরিচয় দিতে পিছপা হতেন না। তবে সময়ের পরিক্রমায় সাকিব আল হাসান আর তামিম ইকবালের সেই বন্ধুত্ব নেই আর।

সবশেষ বিশ্বকাপের সময় দু’জন একদিন আগে পরে ভিডিওবার্তা-সাক্ষাতকার দিলেন। এরপর তো আর কোনো কথাই নেই। সে সময়টা এখন অতীত। সাকিব এখন দেশের সংসদ সদস্য। এরপর কি কথা হয়েছে? এমন একটা প্রশ্ন দিনকয়েক আগে তামিম ইকবালকে করা হয়েছিল। তখন সে প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘কারো সঙ্গেই কথা হয়নি। তবে দেখা হলে তো কথা হবে, তখন দেখা যাবে কী হয়।’ 

সেদিন তার কথায় ইঙ্গিত ছিল বার্তালাপের। আজ যখন ম্যাচে দুই দল মুখোমুখি, তখন দুজনের এই সম্মুখ লড়াই, সম্ভাব্য আলাপের কথা আলোচনায় ছিল বেশ। ম্যাচ শেষে সে প্রশ্নের মুখোমুখিই হলেন তামিম।

তবে সে প্রশ্নের জবাবটা তামিম দিলেন বেশ কঠিন ভাষায়। বললেন, ‘না, আমাদের কথা হয়নি। আমি মনে করি না প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আপনারা সবাই এই বিষয়ে জানেন। এক বিষয় নিয়ে এত বার গুতান কেন। কিছু জানার ইচ্ছা থাকলে ওকে জিজ্ঞেস করেন না!’ 

খেলার দুনিয়া | ফলো করুন :