খুঁড়িয়ে খুঁড়িয়ে চট্টগ্রামের ১২১
আগের ম্যাচেই গেল বারের ফাইনালিস্ট সিলেটকে দারুণভাবে হারিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তার মূল কারণ ছিল দলটার ভয়ডরহীন ব্যাটিং। তবে তার পর দিন খুলনা টাইগার্সের বিপক্ষে তার ছিটেফোঁটাও দেখাতে পারেনি দলটি। শুরুতে ব্যাট করতে নেমে সব উইকেট খুইয়ে তুলতে পেরেছে মোটে ১২১ রান।
বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচের সবকটিতে টস জিতে দলগুলো নিয়েছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। চতুর্থ ম্যাচে খুলনা অধিনায়ক এনামুল হক বিজয় জিতলেন টসে, তিনিও নিলেন অনুমিত সিদ্ধান্তটাই, ব্যাট করতে পাঠালেন চট্টগ্রামকে।
ব্যাট করতে নেমে চট্টগ্রাম আগের ম্যাচের ছন্দটা এদিন টেনে আনতে পারেনি মোটেও। শীর্ষ চার ব্যাটারের তিন জনই এক অঙ্কে বিদায় নিয়েছেন। তানজিদ তামিম যাও ছন্দে ফেরার সম্ভাবনা দেখাচ্ছিলেন, তিনিও বিদায় নেন ১৩ বলে ১৯ রান করে।
আগের ম্যাচে ফিফটি করা নাজিবউল্লাহ জাদরান এদিনও দলকে আশা দেখাচ্ছিলেন। তবে তিনিও ফেরেন ২৪ রান করে। তার আগে শাহাদাত হোসেন দীপু আর অধিনায়ক শুভাগত হোমও ফেরেন দলকে অকূল পাথারে ফেলে।
৬৬ রান তুলতেই ৬ উইকেট খুইয়ে বসে চট্টগ্রাম। সেখান থেকে যে দলের রানটা তিন অঙ্ক ছুঁয়েছে, সেটা শহীদুল ইসলামের কল্যাণে। ওপাশে একের পর এক উইকেটের আসা যাওয়াই দেখেছেন, কিন্তু নিজে এক পাশ আগলে রেখেছেন। রানও তুলেছেন দ্রুত। আউট হয়েছেন একেবারে শেষ ব্যাটার হিসেবে। বিদায় নেওয়ার আগে তিনি ৩১ বলে করেছেন ৪০ রান। তাতেই চট্টগ্রাম পায় ১২১ রানের পুঁজি।