আয়েশা, সানিয়ার পর এবার শোয়েবের জীবনে সানা
সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে আজ হঠাতই নজর থেমেছে হাজারো ক্রিকেটপ্রেমীদের। কার্যত টেনিসপ্রেমীদেরও টেনে আনা যায়। পরিচয় ভাঙার আগে সেই পোস্ট প্রসঙ্গে আসা যাক। আবারও বিয়ে করেছেন পাকিস্তানের এক ক্রিকেটার। এ নিয়ে এক বা দুই না তৃতীয় বিয়ে সারলেন শোয়েব মালিক। এবার হয়তো ভেঙে না বললেও টেনিস প্রসঙ্গ মেলাতে পারবেন বেশিরভাগ মানুষই।
২০১০ সালে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিয়ের পিড়িতে বসেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। একসময়ের সেলিব্রেটি তারকা হিসেবে এই জুটিকে আইডল মানা এই দম্পতির সম্পর্কের ফাটল দেখা মিলে গত বছরের নভেম্বর থেকে। সম্প্রতি সানিয়ার করা এক পোস্টে গুঞ্জন মোড় নেয় জোরেশোরে। আজ অবশ্য মিলে গেল সেই সূত্র। এদিকে নতুন যার সঙ্গে সূত্র বাঁধলেন শোয়েব তিনি পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদ। তার সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করেন শোয়েব। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ সঙ্গে পবিত্র কোরআনের আয়াতও জুড়ে দিয়েছেন, ‘এবং আমি তোমাদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।’
অপরদিকে অভিনেত্রী সানা জাভেদ আগে একবার বিয়ে করেছিলেন। ২০২০ সালে পাকিস্তানের সঙ্গীতশিল্পী উমেইর জাসওয়ালের সঙ্গে বিয়ে হয় তার। তবে গত বছর সানা-উমেইরের বিচ্ছেদ হয়ে যায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
সানার এটি দ্বিতীয় হলেও শোয়েব বিয়ের খাতায় এ নিয়ে নাম লেখালেন তৃতীয়বার। সানা, সানিয়ার আগেও তার জীবনে এসেছিলেন আয়েশা। সেই ঘটনাটি ২০০২ সালের। আয়েশা সিদ্দিকি সঙ্গে সে বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন শোয়েব। যেটি ভেঙে যায় ২০১০ সালে। এবং সেই বছরেই বিয়ে করেন সানিয়াকে। সেটি এবার ভাঙল ২০২৪ এ এসে।