কিউইদের ৪২ রানে হারিয়ে মান বাঁচাল পাকিস্তান

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:১৭ এএম | ২১ জানুয়ারি, ২০২৪

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সফরকারীদের হার নিশ্চিত হয়ে গিয়েছিল আরও আগেই। পরপর চার ম্যাচ হেরে এবার হোয়াইটওয়াশ হওয়ার পথে ছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত সেই লজ্জা এড়াতে সফল হলো শাহিন আফ্রিদির দল। সিরিজের শেষ ম্যাচে ৪২ রানের জয় তুলে নিলেও ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছে পাকিস্তান।

নিউজিল্যান্ডের মাটিতে এই সিরিজে পাকিস্তানের সফলতা বলতে শুধুমাত্র হোয়াইটওয়াশ এড়ানো। এছাড়া পুরো সিরিজ জুড়েই দাপটের সঙ্গে খেলা দেখিয়েছে স্বাগতিকরা। কোনো ম্যাচেই কিউইদের সামনে পাত্তা পায়নি পাকিস্তান দল। তবে শেষ ম্যাচে পাকিস্তানি বোলারদের সম্মিলিত নৈপুণ্যে নিজেদের মাটিতেই মাত্র ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হলো নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে শুরুর তিন ম্যাচের মতো এবারও টসে জিতেছিল পাকিস্তান। তবে এবার আগে ব্যাটিংয়ের সিদ্ধান নেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। কিন্তু তেমন সুবিধে করতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে পাকিস্তান।

অপরদিকে লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় কিউইরা। ওপেনার রাচিন রবীন্দ্র কেবল ১ রান করেই আউট হন দলীয় ১২ রানের মাথায়। সেখান থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এদিন বল হাতে নৈপুণ্য দেখিয়েছেন স্পিনাররা। ইফতিখার আহমেদ, উসামা মীর এবং মোহাম্মাদ নাওয়াজ মিলে তুলেছেন ৬টি উইকেট। এতে ১৭ ওভার ২ বলে ৯২ রানেই থামে স্বাগতিকরা সর্বোচ্চ ২৬ রান গ্লেন ফিলিপস।

২৪ রান খরচে ৩ উইকেট নেওয়া ইফতিখার হয়েছেন ম্যাচসেরা। এদিকে ব্যাট হাতে সিরিজজুড়ে তাণ্ডব চালানো ফিন অ্যালেন জেতেন সিরিজসেরার খেতাব। পুরো সিরিজে তার মোট রান ২৭৫।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় পাকিস্তানও। তবে বাবর আজমকে নিয়ে সেই চাপ বেশ ভালোভাবেই সামাল দেন মোহাম্মদ রিজওয়ান। গড়েন ৫৩ রানের জুটি। ১৩ রান করে বাবর ফেরার পর তাণ্ডব চালান ফখর জামান। তবে ১৬ বলে ৩৩ রান করে এই বাঁহাতি ব্যাটার ফিরলে থেমে যায় রানের গতি। শেষে আব্বাস আফ্রিদির ১৪ রানের ক্যামিওতে সংগ্রহ দাঁড়ায় ১৩৪ রানে। কিউইদের হয়ে দুটি করে উইকেট নেন সাউদি, হেনরি, ফার্গুসন ও সোদি।

খেলার দুনিয়া | ফলো করুন :