‘আউট’ হওয়ার পর রোহিতের ব্যাট করা উচিত হয়নি

‘আউট’ হওয়ার পর রোহিতের ব্যাট করা উচিত হয়নি

ভারত-আফগানিস্তান সিরিজ শেষ হয়ে গেছে তিন দিন আগে। তবে শেষ ম্যাচটার রেশ কাটছে না এখনো। সে ম্যাচের শেষ দিকে সুপার ওভারে রোহিত শর্মার ব্যাট করতে নামা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বন্ধ হয়নি এখনো। 

সে ম্যাচের প্রথম সুপার ওভারে রোহিত একটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেন যা সচরাচর দেখা যায় না। ভারতের দুই রান প্রয়োজন ছিল যখন, ঠিক তখন মাঠ ছেড়ে উঠে যান তিনি। এরপর খেলা দ্বিতীয় সুপার ওভারে গড়ালে তখন তিনি আবার ব্যাট হাতে নামেন। তিনি যখন মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন, তখন তাকে আউটই দেখানো হচ্ছিল। নিয়মানুসারে, রোহিত দ্বিতীয় সুপার ওভারে নামতে পারতেন না। সে বিষয়টি নিয়েই জলঘোলা হচ্ছে এখন।

সে বিষয়ে এবার মুখ খুললেন আফগান অলরাউন্ডার করিম জানাত। তিনি জানান, রোহিতের নামাটা ঠিক হয়নি। নিজেদের অজ্ঞতার বিষয়ও স্বীকার করে নেন তিনি। বলেন, ‘আমরা ক্রিকেটের এই ব্যাপারে বেশি কিছু জানতাম না। দলের কোচেরা আম্পায়ারদের সঙ্গে কথা বলেছিলেন। রোহিত দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করতে নেমেছিল। আমরা পরে জানতে পারি, ওকে ব্যাট করার অনুমতি দেওয়া ঠিক হয়নি। কেউ নিজেকে রিটায়ার্ড আউট ঘোষণা করলে পরে আর ব্যাট করতে নামতে পারে না। আমাদের এখন আর তেমন কিছুই করার নেই। কারণ যা হওয়ার হয়ে গিয়েছে। কোচ এবং অধিনায়ক পরে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছে। আমাদের কিছু বলা হয়নি।’

সে ম্যাচের পর আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট অবশ্য বলেছিলেন, ‘রোহিত রিটায়ার্ড আউট হয়েছিল না রিটায়ার্ড হার্ট হয়েছিল বলতে পারব না। এর আগে কি কখনও দু’টি সুপার ওভার হয়েছে? আমাদের এই নতুন নিয়মগুলো ভাল করে জানতে হবে। আসলে নতুন নতুন নিয়ম তৈরি হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে। নির্দেশিকাগুলো আমাদের খতিয়ে দেখতে হবে।’

সম্পর্কিত খবর