আরিফুলদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ভারত অধিনায়কের
২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কথা মনে আছে? ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেদিন ম্যাচে বাড়তি নজর কেড়েছিল অভিষেক দাস, শরিফুল ইসলাম, তানজিম সাকিবদের আগ্রাসন। জবাবে রবি বিষ্ণোই, জশস্বী জয়সওয়ালরাও কম যাননি।
চার বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতেই আবারও যুব বিশ্বকাপ, আবারও ভারত-বাংলাদেশ মুখোমুখি। ফলটা বাংলাদেশের পক্ষে আসেনি। তবে সে ম্যাচের একটা বিষয়ের পুনরাবৃত্তি দেখা গেল এই ম্যাচে। দুই দল উত্তপ্ত বাক্য বিনিময় করেছে এদিনও।
গতকাল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুই দল। টস জিতে বল হাতে নিয়ে ৭.২ ওভারে ভারতের দুই উইকেট তুলে নেয়। ওপেনার আদর্শ সিং ও অধিনায়ক উদয় ভারতকে কক্ষপথে ফেরান।
সেই জুটিতেই ভারত অধিনায়ক উদয়ের ঝামেলা বেধে যায় বাংলাদেশের বোলার আরিফুল ইসলামের সঙ্গে। আরিফুলদের উদযাপনটা ভালোভাবে নেয়নি ভারত। মূলত সে কারণেই সে ঝামেলার সূত্রপাত। আঙুল দেখিয়ে সাজঘরে ফিরে যাওয়ার ইঙ্গিত করছিলেন বাংলাদেশি বোলারেরা। সেই আচরণেরই প্রতিবাদ করেন উদয়।
দুই পক্ষের ঝগড়া আরও বাজে রূপ ধারণ করার আগেই আম্পায়াররা ছুটে আসেন উইকেটের মাঝে। দুই ক্রিকেটারকে দুই দিকে নিয়ে যান। আরিফুলের পাশে দাঁড়ান বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ফলে বিষয়টা আর বড় কিছুতে রূপ নেয়নি।
বাংলাদেশ শেষমেশ ম্যাচটা জিততে পারেনি। তবে ম্যাচে দুই দলের এমন আগ্রাসন নজর কেড়েছে সবার।