স্টেডিয়াম নির্মাণ ব্যয়ে লাগাম টানবেন পাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ হাতে নেয় যুব ও ক্রীড়ামন্ত্রণালয়। প্রথম পর্যায়ে ১২৫টি স্টেডিয়াম নির্মাণ শেষ হলেও দ্বিতীয় পর্যায়ে চলমান রয়েছে ১৮৬টি স্টেডিয়াম। পাশাপাশি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নির্মাণও চলমান রয়েছে। প্রকল্পের সময় বৃদ্ধির সঙ্গে বেড়েছে প্রকল্পের ব্যয়ও। যা নিয়ে রোববার মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নতুন দায়িত্ব প্রাপ্ত যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
স্টেডিয়াম নির্মাণ ও সংস্কার কাজের ব্যয়ে লাগাম টানার কথা জানিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘ক্রীড়ার তিনটি অগ্রাধিকার প্রজেক্ট নিয়ে সংশ্লিষ্টদের সাথে আমি আজ বসেছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে ১২৫টি স্টেডিয়াম নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১৮৬টি মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে।
নির্মিত স্টেডিয়াম ও কাজ চলমান স্টেডিয়ামগুলো খুব শীঘ্রই সরজমিনে পরিদর্শন করার কথাও জানান পাপন। বলেন, ‘জাতীয় সংসদের পাশে নির্মাণাধীন প্রতিবন্ধী স্টেডিয়াম এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার বিষয়ে অগ্রগতি সম্পর্কে অবগত হয়েছি। আমি খুব শীঘ্রই সরেজমিনে প্রকল্পগুলো পরিদর্শন করবো।’
যেই স্টেডিয়ামগুলো নির্মাণ হয়েছে সে সবের রক্ষণাবেক্ষণ ও ব্যবহার। সেই সঙ্গে মাঠ নির্মাণে কালক্ষেপণ ও বার বার বাজেট বৃদ্ধি নিয়ে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন পাপন, ‘যে সকল স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে সে গুলো সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করতে হবে। আমি লিখিতভাবে গাইডলাইন দেওয়ার নির্দেশনা দিয়েছি। প্রকল্প পরিচালকদের তাগাদা দিয়েছি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারিত কাজ সমাপ্ত করার জন্য।’