বিপিএল অজিদেরও টানছে খুব

বিপিএল অজিদেরও টানছে খুব

দুর্দান্ত ঢাকায় এবার এসেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রস। বেন কাটিংয়ের পর দ্বিতীয় অজি ক্রিকেটার হিসেবে এবার তিনি এসেছেন বিপিএলে। তিনি জানালেন, বিপিএল এখন টানছে অস্ট্রেলিয়ানদেরও।

বিগব্যাশ খেলে রস গতকাল ঢাকায় এসেছেন। আজ মিরপুরের একাডেমি মাঠে সেরেছেন অনুশীলনও। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে বাংলাদেশের এই লিগ, নিজের ব্যাটিং, এখানকার আবহাওয়া থেকে শুরু করে আরও অনেক বিষয়েই কথা বললেন তিনি।

তিনি জানালেন, বিপিএলে খেলতে তর সইছে না তার। বললেন, ‘খুবই রোমাঞ্চিত। সবকিছুই খুব দ্রুত হয়ে গেল। আমি এখন দলের সঙ্গে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। আমি টিভিতে বিপিএল দেখেছি কিছুটা। প্রথম ম্যাচটা ফ্লাইটে বসে দেখেছি। ছেলেরা খুব ভালো খেলেছে। আমি দলের সঙ্গে যোগ দিতে পেরে রোমাঞ্চিত।’

গেল বছর শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগেও খেলেছেন রস। তার ভাবনা, সে অভিজ্ঞতা এবার কাজে দেবে, দুই দেশের উইকেট আর কন্ডিশনের মিলটা যে বেশ! বললেন, ‘আমি আজ নেটে লম্বা সময় ব্যাটিং করেছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছি গত বছর। ওইখানে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা এখানে কাজে দেবে। অনুশীলন উইকেটে অনেক মিল। তবে আমি দলের খেলোয়াড়দের কাছ থেকে শুনেছি, ম্যাচের উইকেট কিছুটা ভালো।’

সুইপ খেলতে ভালোবাসেন, এ কাজে দারুণ দক্ষও তিনি। অস্ট্রেলিয়ান ক্রিকেটে তাই তার নামই হয়ে গেছে সুইপোলজিস্ট। সে অভিজ্ঞতাও এখানে কাজে দেবে, অভিমত রসের। এখানকার উইকেটে স্পিন ধরে, আর স্পিনের সামনে নিখুঁত সুইপের জুড়ি মেলা ভার। 

তার কথা, ‘আমার মনে হয় সুইপ এখানে খুব কার্যকরী হবে। আপনি ক্রিজ ছেড়ে খেলতে চাইবেন না খুব একটা। সুইপ এবং রিভার্স সুইপ – এভাবে যদি কিছু বাউন্ডারি পাওয়া যায়, সে চেষ্টা করব। বিশেষ করে অল্প রানের ম্যাচে আপনি যদি স্পিনের বিপক্ষে চাপ সৃষ্টি করতে পারেন, তাহলে ভালো। আশা করি আমি সেটা করতে পারব।

ঢাকার তুলনায় সিলেট চট্টগ্রামের উইকেটে রান আসে বেশি। সে দুই ভেন্যুতে খেলতে মুখিয়ে আছেন তিনি। তার কথা, ‘আমি এর মধ্যেই কয়েকজনের সঙ্গে অন্য দুটি মাঠ নিয়ে কথা বলেছি। আমি জানি যে ব্যাটসম্যানরা সেখানে খেলতে মুখিয়ে আছে।’



সম্পর্কিত খবর