আইরিশদের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

আইরিশদের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

প্রথম ম্যাচে ভারতকে বেধে রাখা গিয়েছিল হাতের নাগালেই। কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি শেষমেশ। টপ অর্ডারের ব্যর্থতায় দলটা মুখ থুবড়ে পড়েছে শেষমেশ। এরপর অলআউট হয়েছে ১৬৭ রানে। ম্যাচটা হেরেছে ৮৪ রানের বিশাল ব্যবধানে।

সেই হারের পর খুব বেশি সময় নেই মাহফুজুর রহমানদের হাতে। এক দিন পরই নেমে যেতে হচ্ছে দ্বিতীয় ম্যাচে। বাংলাদেশ আগামীকাল সোমবার মুখোমুখি হবে আয়ারল্যান্ড অ-১৯ দলের। এ ম্যাচে বাংলাদেশের সামনে সমীকরণটা জয় ছাড়া আর কিছুই নয়। 

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ পয়েন্ট টেবিলের তিনে নেমে গেছে। শীর্ষে আছে আয়ারল্যান্ড, প্রথম ম্যাচে যারা বড় ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। সমান দুই পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে দুইয়ে আছে বাংলাদেশকে হারানো ভারত। আর বাংলাদেশ আছে তিনে, পয়েন্টের খাতা শূন্য, নেট রান রেট -১.৬৮০।

রান রেটের হিসেব আপাতত মাথায় না আনলেও হয়। বাংলাদেশের চাই জয়। জয় ভিন্ন অন্য যে কোনো ফল দলের বিশ্বকাপ যাত্রায় যবনিকা টেনে দিতে পারে। 

ওদিকে আইরিশরা এই ম্যাচে আসবে খানিকটা ফুরফুরে মেজাজ নিয়ে। প্রথম ম্যাচে বিশাল জয় আছে তাদের নামের পাশে। তবে এই ম্যাচটা তাদের জন্যও সমান গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচটা তাদের ভারতের বিপক্ষে। সেই ম্যাচের আগেই দলটা পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করে ফেলতে চাইবে।

বাংলাদেশকে হারালেই শুধু সম্ভব সেটা। তবে আইরিশদের বিপরীত চাওয়াই থাকবে রাব্বির দলের, তা বলাই বাহুল্য। সেটা হলেও অবশ্য বাংলাদেশের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হচ্ছে না, তাকিয়ে থাকতে হবে নিজেদের শেষ ম্যাচের দিকে। আপাতত যুবাদের লক্ষ্য নিশ্চয়ই সেটাই।

সম্পর্কিত খবর