সাকিব না খেললেই খুশি সিলেট

সাকিব না খেললেই খুশি সিলেট

নিজেদের প্রথম ম্যাচে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। এবার নিজেদের পরের ম্যাচে দলটা খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। সে দলটাও অবশ্য নিজেদের প্রথম ম্যাচে হেরেছে।

তবে তার আগে সিলেট একটা সুখবর পেয়ে গেছে। প্রতিপক্ষ দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান চোখের সমস্যার কারণে খেলছেন না এই ম্যাচে। তিনি চলে গেছেন সিঙ্গাপুর। সেখানে চলবে তার চিকিৎসা।

সাকিব না থাকায় অবশ্য সিলেট খানিকটা স্বস্তির নিঃশ্বাসই ফেলছে। চোখের সমস্যায় ব্যাটিং নিয়ে ভুগলেও বোলিংয়ে সাকিব আগের মতোই ক্ষুরধার। এই তো প্রথম ম্যাচেও বরিশালের বিপক্ষে ৪ ওভারে রান দিয়েছেন মোটে ১৬, উইকেট তুলে নিয়েছেন দুটো। তার এই দুই উইকেটই তো ম্যাচটা নিয়ে গেল শেষ ওভার পর্যন্ত।

এমন একজনের উপস্থিতি প্রতিপক্ষ শিবিরে না থাকায় খানিকটা স্বস্তি মিলেছে সিলেটের। প্রথম ম্যাচে দলটির হয়ে সর্বোচ্চ রান করা জাকির হাসান বলেন, ‘অবশ্যই সাকিব ভাইয়ের মতো প্লেয়ার না থাকলে তো আমাদের জন্য একটু স্বস্তি। কিন্তু স্টিল আমাদের ভালো খেলতে হবে। যেই টিম হোক না কেন বা যেই প্লেয়ার হোক না কেন তাচের অ্যাগেইনেস্টে ভালো খেলতে হবে জিততে হলে।’

রংপুরে সাকিব যেমন, তেমনি সিলেটের সবচেয়ে বড় তারকা মাশরাফি বিন মুর্তজা। তবে তিনিও সমস্যায় ভুগছেন বেশ। হাঁটুর চোট তাকে স্বস্তিতে থাকতে দিচ্ছে কই? তবে তার পারফর্ম্যান্সের চেয়ে দলে তার উপস্থিতিকেই বড় করে দেখলেন জাকির।

বললেন, ‘আসলে মাশরাফি ভাইয়ের পারফরম্যান্স থেকে মাশরাফি ভাইয়ের মাঠে থাকাটাই মেইন একটা মোটিভেশন বলতে পারেন। কারণ, উনি থাকলে অনেক ডিসিশনে ইজি হয়ে যায়। আমার কাছে যেটা মনে হইছে। তো এটা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট হয়েছে।’

সম্পর্কিত খবর