যুবাদের আজ আইরিশ পরীক্ষা
বিশ্বকাপ প্রস্তুতির শুরুটা ধাক্কা দিলে হলেও, অজিদের হারিয়ে প্রস্তুতির শেষটা রাঙিয়ে রেখেছিল বাংলাদেশের যুবারা। তবে মূল পর্বের শুরুটা হলো ফের ধাক্কা দিয়ে। গত শনিবার আসরের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে বল হাতের শুরুটা নান্দনিক হলেও, ব্যাটিং ব্যর্থতায় ৮৪ রানের হার দিয়ে যুব বিশ্বকাপের যাত্রা শুরু হয় রাব্বি-শিবলিদের।
গ্রুপ পর্বের বাঁধা পেরোতে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। এতে আজ (সোমবার) গ্রুপ ‘এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহফুজুর রহমান রাব্বির দল। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
আগের ম্যাচে বাকি বোলাররা সেভাবে অবদান রাখতে না পারলেও একাই ৫ উইকেট তুলে নিয়েছিলেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। এরপরও অবশ্য ভারতের সংগ্রহ পেরোয় আড়াই’শয়ে। ২৫২ রানের সেই লক্ষ্য তাড়া করতে নেমে একের পর ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। কেবল মোহাম্মদ শিহাব জেমস খেলেছিলেন ফিফটি পেরোনো ৫৪ রানের ইনিংস।
এবার তাই ব্যাটিংয়েই যুবাদের থাকবে বাড়তি সতর্কতা। জয় তুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই মাঠে নামবে বাংলাদেশের যুবারা।