দুপুরে মাঠে নামছে ঢাকা-চট্টগ্রাম, সন্ধ্যায় বরিশাল-খুলনা
একদিন বিরতি শেষে ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। সেখানে দশম আসরের তৃতীয় দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে দুর্দান্ত ঢাকা। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। এদিকে দিনের আরেক ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। সেই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
আসরে দুর্দান্ত ঢাকার শুরুটাও হয়েছে দুর্দান্ত। উদ্বোধনী ম্যাচে অনেকটা অঘটনই ঘটিয়েছে তারা। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৫ উইকেটে হারিয়ে দেয় রাজধানীর দলটি। এদিকে বন্দর নগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শুরুটা বেশ দাপুটে হলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে দেখেছে হারের মুখ।
এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে খুলনা-বরিশাল। দল দুটিই তাদের প্রথম ম্যাচে পেয়েছে জয়ের দেখা। এবং আপাতত পয়েন্ট তালিকার শুরুর দুই দলও তারা। চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে খুলনা। অন্যদিকে, তামিমের বরিশাল ৫ উইকেটের জয় পেয়েছে সাকিবের রংপুরের বিপক্ষে।