গাভাস্কার, টেন্ডুলকার ও দ্রাবিড়ের পর ২০ হাজারি ক্লাবে পুজারা
দিন কয়েক আগে দারুণ এক ডাবল সেঞ্চুরি দিয়ে এবারের রঞ্জি ট্রফি শুরু করেন চেতেশ্বর পুজারা। যা প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১৭তম দ্বিশতক। এতেই গড়েন অনন্য এক কীর্তি। এই সংস্করণে সবচেয়ে বেশি দ্বিশতক করা ব্যাটসম্যানদের তালিকায় যৌথভাবে চতুর্থ তিনি।
এবার সেই রঞ্জি ট্রফিতেই আরও এক কীর্তিতে নিজের নাম লেখালেন পুজারা। প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ ভারতীয় হিসেবে ২০ হাজার রানের মাইলফলক ছুঁলেন এই ডানহাতি ব্যাটার। সেখানে ২৬০ ম্যাচে বর্তমানে পুজারার মোট রান ২০ হাজার ১৩। ৫২ ছুঁইছুঁই ব্যাটিং করে সেখানে দেখা পান ৬১ সেঞ্চুরি ও ৭৮টি ফিফটির।
ভারতের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি রান সুনীল গাভাস্কারের। ৩৪৮ ম্যাচে ৫১ দশমিক ৪৬ গড়ে এই কিংবদন্তির মোট রান ২৫ হাজার ৮৩৪। দ্বিতীয় স্থানে থাকা আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মোট রান ২৫ হাজার ৩৯৬। যা করতে ৫৭ দশমিক ৮৪ গড়ে ৩১০ ম্যাচ খেলছেন তিনি। এদিকে তিনে আছেন ভারতের জাতীয় দলের বর্তমান কোচ রাহুন দ্রাবিড়। ২৯৮ ম্যাচে তার রান ২৩ হাজার ৭৯৪।
বিশ্ব অঙ্গনে এই সংস্করণে সবার ওপরে আছেন ইংলিশ কিংবদন্তি জ্যাক হবস। ৮৩৪ ম্যাচ খেলে তিনি করেছেন ৬১ হাজার ৭৬০ রান।