টসে হেরে ব্যাটিংয়ে ঢাকা
নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে আসরে দারুণ শুরু পেয়েছে দুর্দান্ত ঢাকা। এদিকে বন্দর নগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও আসর শুরু করেছিল জয় দিয়েই। তবে সেটি ধরে রাখতে পারেনি পরের ম্যাচে। সেখানে দলটি ৪ উইকেটে হেরেছে খুলনা টাইগার্সের কাছে। এতে জয়ের ধারায় মরিয়া শুভাগত হোমের দল।
বিপিএলে আজ (সোমবার) দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে এই দুই দল। সেখানে আগে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে তারা। এদিকে ঢাকার একাদশে এসেছে এক পরিবর্তন। লাসিথ ক্রসপুলের বদলে একাদশে জায়গা পেয়েছে সদ্যই দলে যোগ দেওয়া অজি ক্রিকেটার অ্যালেক্স রস।
দুর্দান্ত ঢাকা একাদশ:
নাইম শেখ, দানুশকা গুনাথিলাকা, ইরফান শুক্কুর, অ্যালেক্স রস, চতুরাঙ্গা ডি সিলভা, মোহাম্মাদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), আরাফাত সানি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, উসমান কাদির।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ:
আবিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, ইমরান উজ্জামান, শাহাদাত হোসেন দিপু, নাজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), কার্টিস ক্যাম্পার, শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, বিলাল খান, আল-আমিন হোসেন।