৩৩ রানেই নেই ঢাকার ৪ উইকেট, কনকাশন সাবে ব্যাটিংয়ে ক্রসপুলে

৩৩ রানেই নেই ঢাকার ৪ উইকেট, কনকাশন সাবে ব্যাটিংয়ে ক্রসপুলে

নিজেদের প্রথম ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ঝোড়ো শুরু পেয়েছিল দুর্দান্ত ঢাকা। এবার দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মেলে আগে ব্যাটিংয়ের সুযোগ। তবে সেখানে শুরুতেই চাপে পড়ে দলটি। সঙ্গের রানের চাকাও চলছে বেশ ধীরগতিতেই। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৩ রান তুলেছে ঢাকা। 

টসে জিতে ব্যাট করতে শুরুতেই আল-আমিনের পেস তোপের মুখে পড়ে ঢাকা। দ্বিতীয় ওভারে আল-আমিনের স্লটের এক বল ব্যাটের কানায় লেগে সরাসরি মুখ বরবার হেলমেটে লাগে ওপেনার দানুশকা গুনাথিলাকার। এতে পরক্ষণে দেখা যায় থুতনি থেকে অঝোরে রক্ত পড়ছে এই বাঁহাতি ব্যাটারের। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নতি না ঘটলে রিটায়ার্ড হার্ট হিসেবে মাঠের বাইরে যেতে বাধ্য হন গুনাথিলাকা। পরে কনকাশন সাবে তার পরিবর্তে ব্যাটিংয়ে নামেন লাসিথ ক্রসপুলে।

যদিও ম্যাচ শুরুর ১৫ জনের দলে ছিলেন না ক্রসপুলে। 



 

সম্পর্কিত খবর