আইরিশদের ব্যাটিংয়ে পাঠিয়ে দারুণ শুরু বাংলাদেশের
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ দলের জন্য হয়ে উঠেছে বাঁচামরার ম্যাচ। দ্বিতীয় রাউন্ডে জায়গা পেতে যে ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন কঠিন সমীকরণের ম্যাচে টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে বল হাতে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। দলীয় ২৬ রানে প্রতিপক্ষের উইকেটে প্রথম আঘাত হানেন আগের ম্যাচে ৫ উইকেট শিকার করা বোলার মারুফ মৃধা।
এদিন টসে জিতে বল কারার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। প্রথম ম্যাচের মতো বল হাতে এদিন শুরুটা অবটা দুর্দান্ত না হলেও আয়ারল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশি বোলাররা। সেই চাপে দলটি হারায় ওপেনার রায়ান হান্টারকে। ১৫ বলে ৯ রান করে মারুফের বলে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন হান্টার।
তবে অন্যপ্রান্তে আরেক ওপেনার জর্দান নেইল আশার আলো জ্বালিয়ে রেখেছেন। গ্যাভিন রোলস্টনকে সঙ্গে নিয়ে দলকে টানছিলেন তিনি। তবে বেশিক্ষণ টিকতে পারেনি রোলস্টন। ১২ বলে ৫ রান করে জীবনের বলে ফিরতে হয় তাকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির সংগ্রহ ১০ ওভার শেষে ২ উইকেট খরচায় ৪৫ রান।
বাংলাদেশ একাদশ: আশিকুর রহমান শিবলী, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোঃ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পাভেজ জীবন, মোঃ রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লা বরসন, মারুফ মৃধা।