‘কনকাশন’ ক্রসপুলেই চট্টগ্রামকে চ্যালেঞ্জিং টার্গেট ঢাকার
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই আল-আমিনের বলে মুখে গুরুতর আঘাত পান দুর্দান্ত ঢাকার ওপেনার দানুশকা গুনাথিলাকা। পরে তার জায়গায় কনকাশন সাব হিসেবে ব্যাটিংয়ে নামেন লাসিথ ক্রসপুলে। ঢাকার ব্যাটারদের আসাযাওয়ার মিছিলে সেই ক্রসপুলই হয়ে দাঁড়ান দলের প্রধান হাতিয়ার। ব্যাট হাতে শাসন করেন চট্টগ্রামের বোলারদের। ৩১ বলে ৪৬ রানে আউট হওয়ার আগে চট্টগ্রামকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে গেছেন তিনি।
তার ওই ইনিংস ও ইরফার শুক্কুরের ২৬ বলে করা ২৭ রানে ভর করে চট্টগ্রামকে ১৩৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়েছে প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত জয় তোলা ঢাকা।
এদিন ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ঢাকার ব্যাটারা। মোসাদ্দেক হোসেনের দলকে শুরু থেকেই বল হাতে চাপে রাখে শুভাগত হোমের দল। দলীয় ১ রানে গুনাথিলাকার কনকাশনের পর ৩৩ রানে চার ব্যাটারকে হারায় ঢাকা। সেখান থেকে দলকে টেনে তুলেন ক্রসপুল।
ব্যাটে হাতে শাসন করেন চট্টগ্রামের বোলারদের। দিচ্ছিলেন বড় সংগ্রহের আভাস। তবে শেষ পর্যন্ত থামতে হয় তাকে। ৪৬ রানে ক্রসপুল ফেরার পর সুবিধা করতে পারেনি ঢাকার বাকি ব্যাটাররা। যার ফলে সেই অর্থে বাড়েনি ঢাকার রান। ইনিংস থেমেছে ৮ উইকেটে ১৩৬ রানে।