ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই ধাক্কা খেল ভারত

ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই ধাক্কা খেল ভারত

পাঁচটি টেস্ট ম্যাচ খেলতে ইংল্যান্ড দল এখন অবস্থান করছে ভারতে। ২৫ জানুয়ারি প্রথম টেস্টের আগে জমে উঠেছে কথার লড়াই। কথা হচ্ছে ইংল্যান্ডের বাজবল নিয়ে। বলা হচ্ছিল এবারের সফরে ইংল্যান্ডের বড় ভাবনার কারণ হয়ে দাঁড়াতে পারেন অভিজ্ঞ বিরাট কোহলি। কেননা, এই দলটির বিপক্ষে ঘরের মাটিতে ৫০ এর বেশি গড় কোহলির। রানটাও প্রায় ২ হাজার ছুঁইছুঁই।

এমন একজন ব্যাটারকে দেখিয়ে দু’দিন আগেই দেশটির সাবেক কিংবদন্তি সুনীল গাভাস্কার বড় মুখ করে বলেছিলেন, ইংল্যান্ডের বাজবল থাকলে আমাদের আছে বিরাটবল। তবে ভারতের সেই শক্তির জায়গাটিতেই এবার বড় ধাক্কা খেয়েছে দলটি। প্রথম দুই টেস্টে অভিজ্ঞ কোহলির সার্ভিস পাচ্ছে না ভারত। বিষয়টি নিশ্চিত করা হয়েছে এক বিবৃতি দিয়ে।

বোর্ডের দেওয়া সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সাথে কথা বলেছেন কোহলি। জোর দিয়েছেন যে দেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই তার সর্বোচ্চ অগ্রাধিকার ছিল, কিন্তু কিছু ব্যক্তিগত পরিস্থিতি কারণে প্রথম দুই ম্যাচে থাকতে পারবেন না তিনি।’

এর আগে কোহলি সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-১ ড্র হওয়া টেস্টে খেলেছেন। সেখানে ব্যাট হাতে বেশ ধারাবাহিক ছিলেন তিনি। এরপর দেশে ফিরে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও তাকে পায়নি ভারত। ব্যক্তিগত কারণে ছিলেন না সে ম্যাচে।

কোহলি না থাকায় মিডল অর্ডারে বাড়তি দায়িত্ব নিতে হবে শ্রেয়াস আইয়ার, শুভমান গিল ও কেএল রাহুলকে। রাহুলকে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলতে পারেন এই দুই ম্যাচে। যেখানে উইকেটের পেছনে দেখা যেতে পারে কেএস ভরত অথবা প্রথমবার দলে ডাক পাওয়া ধ্রুব জুরেলকে।

সম্পর্কিত খবর