১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। যার ফলে ক্রীড়া বিশ্বের এই সর্ববৃহৎ টুর্নামেন্টে এবার ক্রিকেটকে দেখার অপেক্ষা ফুরোচ্ছে ক্রিকেটপ্রেমীদের। এর আগে সবশেষ ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে যুক্ত হয়েছিল ক্রিকেট। চলতি মাসের ১৪ এবং ১৫ তারিখ ভারতের মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন এক বৈঠকের মাধ্যমে নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
আজ ২০২৮ অলিম্পিক কর্তৃপক্ষ এলএ২৮ নিজেদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৮ অলিম্পিকে ক্রিকেট, বেসবল, স্কোয়াশসহ মোট ৫টি খেলা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি। সংস্থাটির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, “লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করায় আমরা খুবই উচ্ছ্বসিত। যদিও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তই নেয়া হয়নি। তবে ১০০ বছর পর ক্রিকেটকে অলিম্পিকে দেখা এই খেলার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল”
গত ফেব্রুয়াতে ২০২৮ অলিম্পিকের জন্য চূড়ান্ত করা ২৮ খেলার মধ্যে নাম ছিল না ক্রিকেটের। তবে, একই বছর জুলাইয়ে, অলিম্পিকে অন্তর্ভুক্ত করার জন্য আরও ৯টি খেলার নাম প্রকাশ করে আইওসি, যেখানে ছিল ক্রিকেটের নামও। পরবর্তীতে নয়টি খেলার মধ্যে ছেঁটে পাঁচটি করা হয়, এই সংক্ষিপ্ত তালিকায়ও আছে ক্রিকেটের নাম।
তবে অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি হলে, সেটি হবে টি-টোয়েন্টি সংস্করণে। যেখানে এই ফরম্যাটের র্যাংকিংয়ে থাকা শীর্ষ পাঁচ দল অংশগ্রহণ করবে।