হিল্টনের ফিফটি, চাপে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে এমনিতেই চাপে বাংলাদেশ। সেই চাপ কাটাতে এদিন শুরুতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে দারুণ শুরুও পেয়েছিল মাহফুজুর রাহমান রাব্বির দল। তবে কিয়ান হিল্টনের ফিফটিতে সেই ধাক্কা কাটিয়ে উঠেছে দলটি। দলকে টানছে বড় সংগ্রহের পথে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ৪ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৭১ রান জমা করেছে আয়ারল্যান্ড। দলকে টানছেন হিল্টন ও স্কট ম্যাকব্রেথ।
এর আগে এদিন টসে জিতে বল কারার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান। প্রথম ম্যাচের মতো বল হাতে এদিন শুরুটা অবশ্য দুর্দান্ত না হলেও আয়ারল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশি বোলাররা। সেই চাপে ২৬ রানের মাথায় দলটি হারায় ওপেনার রায়ান হান্টারকে। ১৫ বলে ৯ রান করে মারুফের বলে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন হান্টার।
তবে অন্যপ্রান্তে আরেক ওপেনার জর্দান নেইল আশার আলো জ্বালিয়ে রেখেছেন। গ্যাভিন রোলস্টনকে সঙ্গে নিয়ে দলকে টানছিলেন তিনি। তবে ৫ রানে ফিরতে হয় গ্যাভিনকে। এরপর উইকেটে আসলেও থিতু হতে পারেননি অধিনায়ক লে রোয়াক্স। ৩১ রানে ফিরে যান নেইলও। তবে উইকেটে এসে ম্যাকব্রেথকে নিয়ে জমে যান হিল্টন। দু’জনেই জুটিতেই বড় সংগ্রহের পথে হাঁটছে আইরিশরা।