বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা
চলতি বিপিএলের ষষ্ট ম্যাচে টসে জিতে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা টাইগার্স। এর আগে নিজেদের প্রথম ম্যাচে দু’দলই পেয়েছে জয়ের দেখা। দু’দলের একাদশেই আসেনি কোনো পরিবর্তন।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়েছিল বরিশাল। অন্যদিকে খুলনা আসর শুরু করেছিল চট্টগ্রামকে হারিয়ে। এ ম্যাচে তাই জয়ের ব্যাপারে আশাবাদী দু’দল।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল(অধিনায়ক), ইব্রাহিম জাদরান, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, শোয়েব মালিক, মাহমুদউল্লাহ, দুনিথ ভাল্লালাগে, খালেদ আহমেদ, রাকিবুল হাসান ও মোহাম্মদ ইমরান।
খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), ইভান লুইস, আফিফ হোসেন, শাই হোপ, মাহমুদুল জয়, মুকিদুল ইসলাম, ফাহিম আশরাফ, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ ও ওসানে থমাস।