আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতের চার
প্রতিবছরের মতো এবারও ২০২৩ সালের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। এছাড়াও দলে আছেন আরও চারজন ভারতীয় ক্রিকেটার।
যে ১১ জন ক্রিকেটার আইসিসির বর্ষসেরা টি–টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন, তাদের মধ্যে তিনজন বর্ষসেরা টি–টোয়েন্টি ক্রিকেটার পুরস্কারেও মনোনিত হয়েছেন। তারা হলেন ভারতের সূর্যকুমার, নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান এবং উগান্ডার আল্পেশ রামজানি।
আশ্চর্যজনক হলেও সত্য যে, এই দলে জায়গা পাননি কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ভারত বাদে এশিয়ার কোনো দেশ থেকেও নাম নেই কারও।
বর্ষসেরা টি–টোয়েন্টি দল:
যশস্বী জয়সওয়াল, ফিল সল্ট, নিকোলাস পুরান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, সিকান্দার রাজা, আল্পেশ রামজানি, মার্ক অ্যাডাইর, রবি বিষ্ণই, রিচার্ড এনগারাভা ও আর্শদীপ সিং।