বাংলাদেশকে জয়ের পথ দেখিয়ে ফিরলেন সিদ্দিক-শিবলি

বাংলাদেশকে জয়ের পথ দেখিয়ে ফিরলেন সিদ্দিক-শিবলি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২৩৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়েছে আয়ারল্যান্ড। সেই লক্ষ্যে ব্যাট হাতে জবাবটা বেশ ভালোই দিচ্ছিল বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক। দু’জনে মিলে ওপেনিং জুটিতে তুলেন ৯০ রান। এরপর অবশ্য ফিফটির কাছে গিয়ে ফিরতে হয়েছে দু’জনকেই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভার শেষে ২ উইকেট খরচায় ..রান। উইকেটে থিতু হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চৌধুরী রিজওয়ান ও আরিফুল ইসলাম। দু’জনে মিলে দলকে নিয়ে যাচ্ছেন জয়ের পথে।

এদিন অবশ্য আগের দিনের মতো কোনো তাড়াহুড়ো করেনি বাংলাদেশ। শুরু থেকেই সময় নিয়ে দেখেশুনে ব্যাট চালিয়েছে দুই ওপেনার। দু’জনেই ছিলেন ফিফটির পথে। তবে দলীয় ৯০ রানে এসে ভুলটা করেন সিদ্দিক। সাজঘরে ফেরার আগে ৬৩ বলে ৩৬ রান আসে তার ব্যাট থেকে। আরেক ব্যাটার শিবলি ৬০ বলে ৪৪ রান করে ফিরেছেন সাজঘরে। তবে ফেরার আগে পথ দেখিয়ে গেছেন বাকিদের।

এর আগে, এদিন টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে দ্রুত উইকেট হারালেও পরে উইকেটে এসে ম্যাকব্রেথকে নিয়ে জমে যান হিল্টন। দু’জনেই জুটিতেই বড় সংগ্রহের ভিত পায় আইরিশরা।

পথ দেখিয়ে ম্যাকব্রেথ ২৭ রানে ফিরলেও রানের চাকা সহজ রেখেছিলেন হিল্টন। তাকে সঙ্গ দিয়েছেন ম্যাকনেলি। সাজঘরে ফেরার আগে ২৩ রান আসে তার ব্যাট থেকে। সেঞ্চুরির পথে থাকা হিল্টনও একটা সময় ফিরে যান মারুফের শিকার হয়ে। তার আগে ১১২ বলে ৯০ রান আসে তার ব্যাট থেকে। এরপর বাকিরা খুব একটা সুবিধা করতে না পারলে ৮ উইকেট খরচায় স্কোরবোর্ডে ২৩৫ রানের ভিত পায় আয়ারল্যান্ড।

বাংলাদেশি বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন মারুফ ও জীবন। একটি করে উইকেট নিয়েছেন বর্ষণ, রাফি ও রাব্বি।

সম্পর্কিত খবর