মুশফিক তাণ্ডবে খুলনার বিপক্ষে বরিশালের রানের পাহাড়

মুশফিক তাণ্ডবে খুলনার বিপক্ষে বরিশালের রানের পাহাড়

বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে খুলনার বিপক্ষে রানের পাহাড় গড়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের পর ব্যাট হাতে খুলনার বোলারদের শাসন করেছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। এই তিন জনের ব্যাটে বরিশালের ইনিংস থেমেছে ৪ উইকেটে ১৮৭ রানে।

প্রথম ম্যাচের মতোই এদিন ব্যাট হাতে দলকে দুর্দান্ত শুরু এনে দেন তামিম। তার ওপেনিং সঙ্গী ইব্রাহিম জাদরান ১৬ বলে ১১ রান করে ফিরলেও দলকে রানে রেখেছিলেন তামিম। তিন নম্বরে নামা সৌম্য সরকারও ছিলেন আগ্রাসী। ১০ বলে ১৭ রান করে ফিরতে হয়েছে তাকে।

এরপর ৩৩ বলে ৪০ রান করে ফিরেন তামিম। তবে তার আগে প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই ওপেনার।

তামিম ফেরার পর দলকে রানে রেখেছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। দুই অভিজ্ঞ ব্যাটার ব্যাট হাতে তাণ্ডব চালান খুলনার বোলাদের ওপর। চতুর্থ উইকেট জুটিতে স্কোরবোর্ডে জমা করেন ৫৪ রান। এরপর ১৯ বলে ২৭ রান করে মাহমুদউল্লাহ সাজঘরে ফিরলেও শেষ পর্যন্ত ব্যাট করেছেন মুশফিক। দলের ১৮৭ রানের পুঁজিতে ব্যাট হাতে ৩৯ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন তিনি।

সম্পর্কিত খবর