বিগ ব্যাশে ব্রাউনের ছক্কার রেকর্ড
বিগ ব্যাশে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর কীর্তি গড়েছেন জশ ব্রাউন। অস্ট্রেলিয়ার এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের নকআউট ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে রেকর্ড ১২ বার বল শুন্য ভাসিয়ে সীমানার ওপারে পাঠান ব্রিসবেন হিটের এই ব্যাটার।
১২ ছক্কার সঙ্গে ১০টি চারের সংযোগে ব্রাউনের খেলা ৫৭ বলে ১৪০ রানের ইনিংসে ২১৪ রানের পাহাড় গড়ে হিট। জবাব দিতে নেমে ১৬০ রানেই গুটিয়ে যায় অ্যাডিলেড। ৫৪ রানের বড় জয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাউনের দল।
ইনিংসের নিজের মুখোমুখি হওয়া পঞ্চম বল সীমানাছাড়া করে তাণ্ডব শুরু করেন। যাতে একের পর এক রেকর্ড লুটিয়ে পড়েছে তার সামনে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার কীর্তি তো গড়েছেনই, তার ১৪০ রানের ইনিংসটি বিগ ব্যাশ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।
এক ডজন ছক্কা হাঁকিয়ে পেছনে ফেলেছেন ইনিংসে ১১ ছক্কার মালিক ক্রিস গেইল, ক্রেইগ সিমন্স এবং ক্রিস লিনকে। আর ইনিংসে একক সর্বোচ্চ রানের দিক দিয়ে তার সামনে আছেন কেবল গ্লেন ম্যাক্সওয়েল (১৫৪*) এবং মার্কাস স্টয়নিস (১৪৭*)।
এদিকে ১৪০ রানের ইনিংস খেলার পথে ব্রাউন শতরান ছুঁয়েছেন ৪১ বলে। বিগ ব্যাশে তার চেয়ে কম বল খেলে তিন অঙ্কে পৌঁছেছিলেন শুধু ক্রেইগ সিমন্স (৩৯ বল)। অবশ্য ব্রাউনের সমান ৪১ বলে সেঞ্চুরি আছে ম্যাক্সওয়েলেরও। প্রায় ১১ বছর আগে মেলবোর্ন স্টার্সের হয়ে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে অবিশ্বাস্য এই কীর্তি গড়েন ম্যাক্সওয়েল।