আইরিশদের হারিয়ে যুব বিশ্বকাপে প্রথম জয় বাংলাদেশের
আগের ম্যাচে ভারতের বিপক্ষে হেরে শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় রাউন্ডে খেলা। সেই শঙ্কা আরও বেড়েছিল শুরুতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের প্রায় আড়াই শ ছুঁইছুঁই সংগ্রহ দাঁড় করানোর পর। তবে এদিন আর হতাশ করেনি বাংলাদেশ যুবরা। দায়িত্ব নিয়েছেন ব্যাটাররা। শিবলি-সিদ্দিকের পর শেষ দিকে দায়িত্ব নিয়ে দলকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন আহরার আমিন ও শিহাব জেমস। আর তাতে এখন অনেকটাই ভার মুক্ত বাংলাদেশ।
আগের ম্যাচে ভারতের ২৫২ রানের লক্ষ্যে তালগোল পাকিয়ে ফেলা বাংলাদেশ এদিন অবশ্য কোনো তাড়াহুড়ো করেনি। শুরু থেকেই বেশ সতর্ক ছিলেন আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক। দু’জনেই মিলে ওপেনিং জুটিতে তুলেন ৯০ রান। এরপর অবশ্য ফিফটির কাছে গিয়ে ফিরতে হয়েছে দু’জনকেই। দলীয় ৯০ রানে ব্যক্তিগত ৬৩ বলে ৩৬ রান করে সাজঘরের পথ ধরেন সিদ্দিক। আরেক ব্যাটার শিবলি ফিফটির আশা জাগিয়ে ফিরেছেন ৬০ বলে ৪৪ রান করে। তবে ফেরার আগে ঠিকই পথ দেখিয়ে গেছেন বাকিদের।
সে পথে অবশ্য বেশি দূর হাঁটতে পারেনি চৌধুরী রিজওয়ান ও আরিফুল। দারুণ শুরুর পর এই দুই ব্যাটার ফিরেন ২ রানের ব্যবধানে। ১৩০ রানে নেই ৪ উইকেট। তখনও জয় থেকে ১০৬ রান দূরে বাংলাদেশ। খানিকটা শঙ্কা তো ঝেঁকে বসেছিলই বটে। তবে সেই শঙ্কা দায়িত্ব নিয়ে দূর করেছেন আহরার ও শিহাব। উইকেটে জমে যান দু’জনেই। এরপর আর আঘাত আসতে দেননি উইকেটে। দু’জনের পঞ্চম উইকেট জুটিতে করা অবিচ্ছিন্ন ১০৯ রানের জুটিতে চলতি যুব বিশ্বকাপে প্রথম জয় পায় বাংলাদেশ। যা এসেছে ১৯ বল হাতে রেখে।
এর আগে, এদিন টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে দ্রুত উইকেট হারালেও পরে উইকেটে এসে ম্যাকব্রেথকে নিয়ে জমে যান হিল্টন। দু’জনেই জুটিতেই বড় সংগ্রহের ভিত পায় আইরিশরা।
পথ দেখিয়ে ম্যাকব্রেথ ২৭ রানে ফিরলেও রানের চাকা সহজ রেখেছিলেন হিল্টন। তাকে সঙ্গ দিয়েছেন ম্যাকনেলি। সাজঘরে ফেরার আগে ২৩ রান আসে তার ব্যাট থেকে। সেঞ্চুরির পথে থাকা হিল্টনও একটা সময় ফিরে যান মারুফের শিকার হয়ে। তার আগে ১১২ বলে ৯০ রান আসে তার ব্যাট থেকে। এরপর বাকিরা খুব একটা সুবিধা করতে না পারলে ৮ উইকেট খরচায় স্কোরবোর্ডে ২৩৫ রানের ভিত পায় আয়ারল্যান্ড।
গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ২৬ জানুয়ারি। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে যুক্তরাষ্ট্র। সেখানে জয় পেলেই পরবর্তী রাউন্ডে পা রাখবে মাহফুজুর রহমানের দল।