‘অস্ট্রেলিয়া ডে’র তারিখ পরিবর্তন করতে চান কামিন্স

‘অস্ট্রেলিয়া ডে’র তারিখ পরিবর্তন করতে চান কামিন্স

২৬ জানুয়ারি সাধারণত অস্ট্রেলিয়া দেশের নাগরিকেরা ‘অস্ট্রেলিয়া দিবস’ পালন করে থাকে। কিন্তু এই দিনটিকে দেশের ইতিহাসের প্রেক্ষিতে ‘অনুপযোগী’ বলে মনে করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। দিনটিকে পরিবর্তন করে অন্য তারিখে স্থানান্তরিত করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার ব্রিসবেনের ক্রিকেট ফর ক্লাইমেটের এক সংবাদ সম্মেলনে কামিন্স নিজের এই মতামত দিয়েছেন। তিনি বলেন, 'বেশ কিছুদিন ধরেই ব্যাপারটি ভাবছি। আমি অস্ট্রেলিয়াকে মন থেকে ভালবাসি, এটি বিশ্বের সেরা একটি দেশ। আমি মনে করি আমরা সম্ভবত বিশেষ এই দিনটি উদযাপনের জন্য আরও উপযুক্ত তারিখ খুঁজে পেতে পারি।‘

কামিন্স আরও জানান যে, অস্ট্রেলিয়া দিবসের তারিখ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বিভিন্ন ক্রিকেট সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত হয়েছিল। দিবসটি পালনের অর্থও বিভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন রকম।

'আমি মনে করি বিশেষ করে ক্রিকেটের মতো একটি খেলা যেখানে এত বৈচিত্র্য রয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ এটি অনুসরণ করে এবং সমর্থন করে। আপনি এ বিষয়ে একটি ধারণা পাবেন যে আমাদের সংস্কৃতির মানুষেরা কি প্রত্যাশা করে। আমার মনে হয়, ২৬ জানুয়ারিকে কেন বেছে নেওয়া হল? অস্ট্রেলিয়া মানে আমাদের ইতিহাসের সবকিছুর উদযাপন।‘

কামিন্সের মতে এই তারিখটি তাদের দেশের মূল ঐতিহ্য ও সংস্কৃতি কোনোটারই বহিঃপ্রকাশ ঘটায় না। তাহলে এই তারিখে কেন ‘অস্ট্রেলিয়া ডে’ পালন করতে হবে। তার এই মতামতের কোনো প্রভাব দেশ বা তাদের সরকারের ওপর পড়ে কিনা এবং তারিখটি আদৌ পরিবর্তন করা হয় কিনা, সেটি এখন সময়ই বলে দিবে।

সম্পর্কিত খবর