হ্যামস্ট্রিংয়ের চোটে শেষ সালাহর আফকন
আফ্রিকা কাপ অব নেশনস শেষ মোহাম্মদ সালাহর। ঘানার বিপক্ষে মিসরের ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ে চোটে পড়েন এই মিসরীয় ফরোয়ার্ড। শুরুতে ধারণা করা হয়েছিল, এই চোটের ফলে হয়ত দুই ম্যাচ মিস হতে পারে তার। কিন্তু অধিকতর পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, ‘২১ থেকে ২৮ দিনের’ জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।
প্রথমে যেমনটা ধারণা করা হয়, তার চেয়ে চোট গুরুতর বলে দাবী করেছেন সালাহর এজেন্ট রামি আব্বাস, ‘আমরা যেমন ভেবেছিলান, চোট তার চেয়ে গুরুতর। সে ২১ থেকে ২৮ দিনের জন্য মাঠের বাইরে থাকবে।’
তবে সালাহর এজেন্ট তার আফকনে ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না, ‘আফকনে খেলার আশা জিইয়ে রাখতে সালাহকে এখন যুক্তরাজ্যে নিবিড় পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে হবে, যাতে ফিট হওয়ার সঙ্গে সঙ্গেই সে দলের (মিসর) সঙ্গে যোগ দিতে পারে।’ আগামী ১১ ফেব্রুয়ারি আফকনের ফাইনাল। তাই যদি তিন-চার সপ্তাহ মাঠের থাকতে হয় সালাহকে, তাহলে তার আফকনে দলের সঙ্গে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।
এদিকে সালাহ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিসরের সঙ্গে না থাকলেও কেপ ভার্দের সঙ্গে ২-২ গোলে ড্র করে দেশটি শেষ ষোলো নিশ্চিত করেছে।
এর আগে গত রবিবার লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ আফকন থেকে সালাহর লিভারপুলে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন। ক্লাবেই আপাতত তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে।
উল্লেখ্য, ২০১৭ সালে লিভারপুলে যোগ দেয়ার পর এখন পর্যন্ত চোটের কারণে মাত্র দুটি ম্যাচ মিস করেছেন সালাহ।