টসে জিতে বোলিংয়ে রংপুর, একাদশে বাবর
বিপিএলে দিনের প্রথম ম্যাচে টসভাগ্য পক্ষে এসেছে রংপুর রাইডার্সের। রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
মিরপুরের হোম অব ক্রিকেটে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছে রংপুর। দুই দলই টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে হেরেছে। টুর্নামেন্টের প্রথম দিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে সাত উইকেটে হারে মাশরাফির সিলেট।
অন্যদিকে টুর্নামেন্টের হট ফেবারিট রংপুর নিজেদের প্রথম ম্যাচে লো স্কোরিং দ্বৈরথে হেরেছিল বরিশালের কাছে। দুই দলের জন্যই এখন চ্যালেঞ্জ হারের সে স্মৃতি ভুলে এবারের আসরে নিজেদের প্রথম জয় তুলে নেয়ার।
প্রথম জয়ের খোঁজে থাকা রংপুরের জন্য সুখবর, এই ম্যাচ দিয়ে একাদশে এসেছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। এই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়ে সরাসরি একাদশে জায়গা করে নিয়েছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক।
সিলেট একাদশ: মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলী, দুশান হেমন্ত, বেন কাটিং, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম, রিচার্ড এনগারাভা
রংপুর একাদশ: ব্র্যান্ডন কিং, রনি তালুকদার, বাবর আজম, নুরুল হাসান সোহান (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শামিম হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ, হাসান মুরাদ, রিপন মণ্ডল