বর্ষসেরা ওয়ানডে দলে ছয় ভারতীয় ক্রিকেটার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০২:০৫ পিএম | ২৩ জানুয়ারি, ২০২৪

প্রতিবছরের মতো এবারও ২০২৩ সালের সেরা ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। দলের অধিনায়ক করা হয়েছে ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে। এছাড়াও দলে আছেন আরও পাঁচজন ভারতীয় ক্রিকেটার।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের ৬ জনই ভারতীয়। আছেন দুইজন অজি ক্রিকেটার। এছাড়াও আছেন একজন কিউই এবং দুইজন প্রোটিয়া ক্রিকেটার।

বর্ষসেরা একাদশের এই দলে ভারত বিশ্বকাপ ২০২৩ এর পারফরম্যান্সের প্রভাব বেশ ভালোভাবেই লক্ষণীয়। দলে রয়েছেন ভারতের উপরের সারির বেশ ক'জন ক্রিকেটার। অধিনায়ক রোহিত গেল বিশ্বকাপে ব্যাট হাতে নিজের সেরা খেলা দেখিয়েছেন। কোহলি হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। শামি হয়েছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি।

এছাড়াও অজি ওপেনার ট্র্যাভিস হেড পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ব্যাটিং করেছেন, ফাইনালেও তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। আরেক অজি স্পিনার অ্যাডাম জাম্পা হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।

এই দলে জায়গা পাননি কোনো ইংলিশ ক্রিকেটার। ভারত বাদে এশিয়ার কোনো দেশ থেকেও নাম নেই কারও।

বর্ষসেরা ওয়ানডে দল:

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ট্র্যাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), মার্কো জানসেন, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি।

খেলার দুনিয়া | ফলো করুন :