আইসিসির বর্ষসেরা দলে নাহিদা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৩:০৫ পিএম | ২৩ জানুয়ারি, ২০২৪

গেল বছরটা বল হাতে দারুণ কাটিয়েছেন নাহিদা আক্তার। তার পুরস্কার পেলেন এবার। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তিনি। 

গেল বছর বাঁহাতি এই স্পিনার তুলে নিয়েছিলেন ২০ উইকেট। ২০২৩ সালে তার চেয়ে বেশি উইকেট আর ছিল একজনের, ২৫ উইকেট নিয়েছিলেন অজি নারী দলের স্পিনার অ্যাশলে গার্ডনার। অনুমিতভাবেই তাই নাহিদা জায়গা করে নিয়েছেন বর্ষসেরা দলে।

এর আগে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন নাহিদা। নভেম্বরে পাকিস্তানকে সিরিজ হারানোর অন্যতম কুশীলব ছিলেন তিনি। সে সুবাদে নভেম্বরের মাস সেরার পুরস্কার উঠেছিল তার হাতে। 

আজ মঙ্গলবার ২০২৩ সালের সেরা পুরুষ ও নারী ওয়ানডে দল ঘোষণা করে আইসিসি। নারীদের দলে সর্বোচ্চ পাঁচ ক্রিকেটার জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে। নিউজিল্যান্ডের আছেন দুজন। এছাড়া বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে একজন করে জায়গা করে নিয়েছেন এই দলে। ভারত ও পাকিস্তান থেকে এই দলে ঠাই পাননি একজনও।

খেলার দুনিয়া | ফলো করুন :