ব্যাটিংয়ে সিলেটের দুর্গতি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:২১ পিএম | ২৩ জানুয়ারি, ২০২৪

দুই দলই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। দ্বিতীয় ম্যাচে তাই জয় পেতে মরিয়া রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স। কিন্তু জয়ের জন্য উন্মুখ হয়ে লড়াইয়ের ব্যাপারটা ম্যাচের প্রথমভাগে রংপুরের খেলাতেই দেখা গেছে। হতাশ করেছে সিলেট। ব্যাটিং বিপর্যয়ের দিনে কষ্টেসৃষ্টে ২০ ওভার টিকে থাকলেও তাতে ১২০ রানের বেশি স্কোরবোর্ডে জমা করতে পারেনি তারা।

বিপিএলের ঢাকা পর্বের শেষ দিনের প্রথম ম্যাচ। টস জিতে আগে চায়ের দেশের দল সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রংপুর। অধিনায়কের সিদ্ধান্তের মান রেখে শুরু থেকেই ভয়ঙ্কর রূপে হাজির হন রংপুরের স্পিনাররা। ৩৯ রানের মধ্যেই তুলে নেন সিলেটের পাঁচ উইকেট।

ওয়ানডে নেমে সবাইকে চমকে দিলেও ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৭ বলে ১ চারে ৬ রান করে ফিরেছেন রানআউট হয়ে।

টপ অর্ডারের ব্যর্থতার সিলেটের রান যে অন্তত তিন অঙ্ক ছুঁয়েছে, এর পেছনে কৃতিত্বের দাবিদার দলটির দুই বিদেশি ক্রিকেটার বেন কাটিং এবং বেনি হাওয়েল। ষষ্ঠ উইকেটে তাদের ৬৮ রানের জুটিতেই মান বাঁচানো স্কোর পেয়েছে সিলেট।

বেনি ৩৬ বলে ৪৩ রান করেছেন ৪ চার এবং ১ ছয়ের সাহায্যে, আর কাটিংয়ের ব্যাট থেকে ৩ চার, ১ ছক্কায় এসেছে ৩১ রান।

এই আসরে প্রথম জয়ের জন্য রংপুরের সামনে লক্ষ্য এখন ১২১ রান।

খেলার দুনিয়া | ফলো করুন :