বিপিএলের ঢাকা পর্ব শেষে শীর্ষে খুলনা, তলানিতে সিলেট
ঢাকায় চার দিনের খেলা শেষে বিপিএল এবার সিলেটের পথে। ২৪ ও ২৫ জানুয়ারি বিরতি শেষে ২৬ জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্বের খেলা। সেখানে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত গড়াবে মোট ১২টি ম্যাচ। তবে ঢাকা পর্বে এটিই শেষ না। সিলেট পর্ব এবং চট্টগ্রাম পর্ব শেষে ফের ঢাকার মাঠে গড়াবে বেশকিছু ম্যাচ।
এখন পর্যন্ত সর্বোচ্চ তিনটি করে ম্যাচ খেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। বাকি ফ্রাঞ্চাইজিগুলো খেলেছে দুটি করে। সেখানে দুই ম্যাচের দুটিতেই জয় নিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে আছে খুলনা টাইগার্স। তিন ম্যাচে দুটি জয়ে দুইয়ে আছে চট্টগ্রাম। এদিকে আসরে একমাত্র দল হিসেবে এখনো জয়ের মুখ না দেখা সিলেট আছে তালিকার একদম তলানিতে।
এদিকে নিজেদের ঘরের মাঠেই পরবর্তী পাঁচ ম্যাচ সিলেটের। সেখানে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়েই মাঠে নামবে আগের আসরের রানার্স-আপ দলটি।
বিপিএলে এখন পর্যন্ত ব্যাটে-বলে এগিয়ে দেশি ক্রিকেটাররাই। তিন ম্যাচে ৭৮ ব্যাটিং গড়ে ১৫৬ রান নিয়ে ব্যাটারদের তালিকায় সবার ওপরে বরিশালের মুশফিকুর রহিম। স্বল্প এই ফরম্যাটের আন্তর্জাতিক অঙ্গনকে বিদায় বললেও মাঠের খেলায় নিজেকে প্রতিনিয়তই প্রমাণ করে চলেছেন মি. ডিপেন্ডেবল খ্যাত এই ডানহাতি ব্যাটার। এদিকে দুই ম্যাচে সমান ৫ উইকেট তুলে বোলারদের শীর্ষে দেশে দুই তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
সিলেট পর্বের ম্যাচ শুরু আগামী ২৬ জানুয়ারি। সেখানে দিনের প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে খুলনা। দিনের আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে খেলবে স্বাগতিক সিলেট।
বিপিএলের পয়েন্ট টেবিল
নাম ম্যাচ জয় হার পয়েন্ট নেট রানরেট
খুলনা টাইগার্স ২ ২ ০ ৪ ০.৮৩
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৩ ২ ১ ৪ ০.`২৫
রংপুর রাইডার্স ২ ১ ১ ২ ০.১৬
দুর্দান্ত ঢাকা ২ ১ ১ ২ -০.১৪
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২ ১ ১ ২ -০.১৪
ফরচুন বরিশাল ৩ ১ ২ ২ -০.১৫
সিলেট স্ট্রাইকার্স ২ ০ ২ ০ -০.৮৫