ভারতের ভিসা না পেয়ে দেশে ফিরলেন শোয়েব বশির

ভারতের ভিসা না পেয়ে দেশে ফিরলেন শোয়েব বশির

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। সেখানে ইংলিশদের দলে সবচেয়ে বড় চমক ছিলেন ২০ বছর বয়সী শোয়েব বশির। প্রথম শ্রেণির ক্রিকেটে কেবল ৬ ম্যাচ খেলে ডাক পান জাতীয় দলে। দলের আশা ছিল শুরু থেকেই তাকে পাওয়ার। তবে ভিসা জটিলতায় গত রোববার দলের সঙ্গে ভারতে পৌঁছানো হয়নি বশিরের। এবং মঙ্গলবার পর্যন্ত জটিলতায় পরিস্কার না হওয়ায় আপাতত সিরিজের প্রথম টেস্টে তাকে নিশ্চিতভাবেই পাচ্ছে না ইংলিশ দল। 

ভারতে পৌঁছানোর আগে আবুধাবিতে কন্ডিশনিং ক্যাম্পে দলের সঙ্গেই ছিলেন বশির। তার এই ভিসা জটিলতার নেপথ্যে সেই পুরনো সমস্যা। ইংল্যান্ডের সারেতে জন্ম নেওয়া এই অফ স্পিনার ব্রিটিশ পাসপোর্টধারী। সমস্যা মূলত সেখানে না। সমস্যা বেঁধেছে পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায়। এতেই ভিসা বিলম্ব এবং আবুধাবি থেকে বশিরের ইংল্যান্ডে ফিরে যাওয়া। 

ভারত সফরে দলগুলোর জন্য এই সমস্যা নিতান্তই নতুন না। গত বছর একই সমস্যায় পড়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। পাকিস্তানে জন্মগ্রহণ করায় সতীর্থদের সঙ্গে ভারতে পৌঁছাতে পেরেছিলেন খাজা। পৌঁছেছিলেন দেরিতে।

এবার বশিরের ক্ষেত্রেও ঘটলো একই সমস্যা। তবে দ্রুতই ভিসা জটিলতা কেটে যাবে বলে আশা করছে ইংল্যান্ড দল। এবং তাকে দ্রুতই উড়িয়ে আনা হবে ভারতে। আগামীকাল হায়দরাবাদে শুরু হচ্ছে পাঁচ ম্যাচ সিরিজে প্রথম টেস্টটি।

সম্পর্কিত খবর